শেষ আপডেট: 30th October 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের নারী স্বাধীনতার সঙ্গে ঘোড়ার ডিমের তুলনা করা যায়। কারণ দুটোরই এই ব্রহ্মাণ্ডে অস্তিত্ব নেই। পুনরায় আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর সেখানকার নারীদের জন্য আরও কঠোর কিছু নিয়ম লাগু করেছিল তাঁরা। তবে এবার নামমাত্র যেটুকু স্বাধীনতা বাকি ছিল সেটাও কেড়ে নেওয়া হল। আফগান নারীদের জন্য তালিবানের নতুন নিয়ম, এক মহিলার কথা যেন অন্য মহিলা শুনতে না পান!
পুরুষদের সামনে বা তাঁদের সঙ্গে জোরে কথা বলা আগেই বারণ ছিল। এবার এক মহিলার অন্য মহিলার কাছেও জোরে কথা বলা বা প্রার্থনা করতে পারবেন না! এমনই নিষেধাজ্ঞা এনেছে তালিবান। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তালিবান মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি জানিয়েছেন, কোনও আফগান মহিলা যেন অন্য আফগান মহিলাদের সামনে জোরে কোরান পাঠ না করেন। তাঁর মতে, এমন করা নাকি উচিত নয়। এমনভাবেই প্রার্থনা করতে হবে যাতে দুই মহিলা একে অপরের আওয়াজ শুনতে না পান।
শুধু কথা বলা বা প্রার্থনা নয়, তালিবান মহিলাদের গান গাইতে পারা বা সঙ্গীত উপভোগ করার ক্ষেত্রেও আরও কড়া নিয়ম এনেছে। হানাফির বক্তব্য, কোনও মহিলারও অন্য মহিলার আওয়াজ শোনা উচিত নয়। নারীদের কণ্ঠস্বর সব সময় গোপন রাখা উচিত এবং জনসমক্ষে শোনা উচিত নয়। তাই এই নতুন নিয়ম জারি করা হয়েছে। যদিও আপাতত এই নিয়ম শুধুমাত্র প্রার্থনার ক্ষেত্রে জারি হয়েছে।
এমনিতেই আফগান মহিলারা প্রকাশ্যে কথা বলতে পারেন না। কোনও পুরুষের সঙ্গে তো নয়ই। এছাড়া ঘরের মধ্যেও তাঁদের জোরে কথা বলায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। মহিলাদের কোনও কথা যাতে বাড়ির বাইরে না শোনা যায় সেই নির্দেশও দেওয়া। পাশাপাশি অপরিচিত কোনও পুরুষের দিকে তাকানোও যাবে না বলে নিদান রয়েছে তালিবানি শাসনে। দাবি, মহিলাদের তাকানোর কারণ কোনও পুরুষ 'উত্তেজিত' হয়ে উঠতে পারেন। তাই এই নিয়ম।
এর আগে গত অগস্ট মাসে মহিলাদের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম জারি করেছিল তালিবান সরকার। স্পষ্ট বলা হয়েছিল, বাইরে বেরোলে সারা শরীর তো বটেই, মুখও ঢেকে রাখতে বে নারীদের। এমন পোশাক পরতে হবে যা একদমই পাতলা হবে না এবং গায়ের সঙ্গে লেগে থাকবে না।
এছাড়া পুরুষ ছাড়া একা কোনও মহিলা বাড়ির বাইরে বেরতে পারবেন না। দোকানদার থেকে শুরু করে গাড়িচালক সকলকেই নির্দেশ দেওয়া হয়েছিল, একা কোনও মহিলা বা হিজাববিহীন কোনও মহিলাকে যেন সাহায্য না করা হয়। এই নিয়ম অগ্রাহ্য করলে জেল পর্যন্ত হতে পারে বলে নিয়ম তৈরি করেছে তালিবান।