শেষ আপডেট: 2nd January 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা নিউ অরলিন্স শহরে বুধবার কার্যত হত্যালীলা চলেছে।গভীর রাতে নিউ অরলিন্স শহরের বুরবোন স্ট্রিটের বর্ষবরণের ভিড়ের মধ্যে একটি ভ্যান গাড়ি নিয়ে ঢুকে পড়েন সামসুদ-দিন। ঘটনাস্থলে ১০ জন নিহত হন। আহতদের মধ্যে আরও পাঁচজন মারা যান হাসপাতালে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩৫ জন। বর্ষবরণের রাতে জঙ্গি হামলার এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনা জানা মাত্র ছন্দপতন ঘটে বর্ষবরণের উৎসবে।
এই ঘটনার একমাত্র হত্যাকারী সামসুদ-দিন জব্বার একজন আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি ছিল বলে মনে করছেন সে দেশের তদন্তকারী সংস্থা এফবিআই। ৪২ বছর বয়সি সামসুদ-দিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান। পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মার্কিন পুলিশ ও গোয়েন্দা কর্তারা জানিয়েছেন, গাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। মনে করা হচ্ছে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে এক পর্যায়ে নেমে গিয়ে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো উদ্দেশ্য ছিল ওই জঙ্গির। গাড়ি থেকে নেমে গুলি চালাতে চালাতে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার আগেই নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয় সে।
গোয়েন্দা জানান, শামসুদ-দিনের পোশাকের ভিতরে আইএসের পতাকা পাওয়া গিয়েছে। গাড়িতেও মিলেছে ওই ইসলামিক জঙ্গি সংগঠনের পতাকা। টেক্সাসের বাসিন্দা ওই ব্যক্তির আইএস যোগ খতিয়ে দেখছে পুলিশ। গোয়েন্দারা মনে করছেন, নিহত জঙ্গি একা নন, গোটা ঘটনার পিছনে বড় চক্রের হাত আছে। বর্ষবরণের রাতে জঙ্গি হামলার এই ঘটনায় হতবাক মার্কিন প্রশাসন।