শেষ আপডেট: 2nd October 2023 12:07
দ্য ওয়াল ব্যুরো: হলিউডের অ্যাকশন ছবিতে হামেশাই দেখা যায় গাড়ি চালিয়ে একেবারে অন্য গাড়ির মাথায় উঠে যাচ্ছে অথবা বাড়ির দেওয়াল ফুঁড়ে ঢুকে যাচ্ছেন গাড়ির চালক। এই ধরনের ধুমধাড়াক্কা অ্যাকশন ছবির বড় ভক্ত হলে এমন ধরনের স্টান্ট করার ইচ্ছা জাগতে পারে অনেক ক্ষেত্রে। তবে বাস্তবে গাড়ি চালিয়ে বাড়ির দেওয়াল ফুঁড়ে ঢুকে যাওয়া মোটেই সহজ ব্যাপার নয়।
এই অসম্ভব কাণ্ডই ঘটিয়েছেন নিউ জার্সির এক গাড়ির চালক। একটি এসইউভি গাড়ি চালিয়ে তিনি সোজা ঢুকে গিয়েছেন একটি বাড়ির ভেতর। শুধু বাড়িতে ঢুকেই ক্ষান্ত হননি সেই চালক, পাশেই ছিল একটি থানা, সেখানেও গাড়ি নিয়ে সজোরে থানার দেওয়াল ভেঙে ঢুকে পড়েন তিনি। এইরকম রোমহর্ষক কীর্তি যখন ঘটাচ্ছিলেন জন জি হারগ্রিভস নামের এই ব্যক্তি সেই সময়ে তাঁর গাড়িতে গান বাজছিল 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'।
বলা বাহুল্য এই কীর্তিমানকে গ্রেফতার করেছে নিউ জার্সির পুলিশ। তবে গ্রেফতার হওয়ার পরেও কোনও রকম বিকার নেই তাঁর। হাবভাব দেখে পুলিশের সন্দেহ, ইচ্ছে করেই থানার দেওয়ালে গাড়িটি নিয়ে ধাক্কা মেরেছেন জন। তবে জনের গাড়ির আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে থানার দেওয়াল। পাশাপাশি, গাড়িটি আপাতত হেফাজতে নিয়েছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে থানায় ধাক্কা মারার আগে একটি লাইব্রেরিতেও ধাক্কা মেরেছিলেন জন। গত ২০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটান তিনি। তবে এমন কাণ্ড কেন ঘটালেন তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। যদি ইচ্ছাকৃত বড়সড় ক্ষতি করার উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটিয়ে থাকেন ওই ব্যক্তি সেক্ষেত্রে তাঁর অন্তত ৩০ বছরের কারাবাসের সাজা হতে পারে নিউ জার্সির আইন অনুসারে, বক্তব্য নিউ জার্সি পুলিশের।