শেষ আপডেট: 17th September 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো: কোভিড আতঙ্ক আবার কি ফিরে আসছে? ২০২১ সালের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন 'ডিজিজ এক্স' নিয়ে। বলা হয়েছিল, যে কোনও দিন, যে কোনও সময়ে ফিরতে পারে ভাইরাসের বাড়বাড়ন্ত। করোনার কোনও টিকাও যে তখন কাজে দেবে না, সেটাও দাবি করা হয়েছিল। এখন কোভিডের নতুন এক প্রজাতি শঙ্কা বাড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
ইউরোপে ছড়িয়ে পড়েছে কোভিডের এক্সইসি প্রজাতি। গত জুন মাসে প্রথমবার জার্মানিতে এই প্রজাতির সন্ধান মিলেছিল। তারপর থেকে একাধিক দেশে তা ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মুহূর্তে ১৩টি দেশ এই নতুন ভাইরাসের প্রকোপের মধ্যে রয়েছে। ইতিমধ্যে এই ভাইরাস নিয়ে বহু রিপোর্টে দাবি করা হয়েছে, এক্সইসি-তে এমন মিউটেশন রয়েছে যা করোনা ভ্যাকসিনকেও হারাতে পারে। তাই নতুন করে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কী এই এক্সইসি প্রজাতি?
গবেষণায় দেখা গেছে, করোনার ওমিক্রন সাবভ্যারিয়েন্টের কেএস ১.১ এবং কেপি ৩.৩-র মিশ্রণ রয়েছে এই প্রজাতিতে। কেএস ১.১ এফএলআইআরটি ভ্যারিয়েন্ট যা বিশ্বের বিভিন্ন দেশে কোভিড কেসকে বাড়ানোর কাজ করেছে। অন্যদিকে কেপি ৩.৩ এফএলইউকিউই ভ্যারিয়েন্ট যার মধ্যে মানুষের শরীরে অতি দ্রুত মিশে যাওয়ার ক্ষমতা আছে।
কোভিড ডাটা অ্যানালিস্ট মাইক হানির সাফ কথা, ডেনমার্ক এবং জার্মানিতে এই ভাইরাসের প্রজাতির ব্যাপকভাবে ছড়িয়েছে। এটা চিন্তার বিষয়। এই প্রেক্ষিতে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে মূলত তাদের জন্য যারা কোভিডে গুরুতর অসুস্থ হয়েছিলেন বা হয়েছেন।
এদিক ডিজিজ এক্স নিয়ে বিজ্ঞানীদের ধারণা, করোনাভাইরাসের মতোই চেনা পরিচিত কোনও ভাইরাস পরিবারেরই সংক্রামক স্ট্রেন জিনের গঠন বদলে ভয়ঙ্কর হয়ে উঠবে। জটিল রোগও ছড়াতে পারে। হতেই পারে, নতুন কোনও রোগ নয়, ভাইরাস সংক্রমণে যে ধরনের জটিল রোগ হয়ে থাকে অর্থাৎ বিজ্ঞানীদের খাতায় যে সমস্ত রোগের তালিকা আছে তারই কোনও একটা মহামারী হয়ে ছড়িয়ে পড়বে বিশ্বে।