Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Nepal

রাজতন্ত্র, হিন্দুরাষ্ট্র ফেরাতে উত্তাল নেপাল, সরব প্রজাতন্ত্রীরাও, বিক্ষোভ দমনে পথে সেনা

রাজধানী কাঠমাণ্ডু-সহ দেশটির বহু শহরে জনজীবন অচল হয়ে পড়েছে।

রাজতন্ত্র, হিন্দুরাষ্ট্র ফেরাতে উত্তাল নেপাল, সরব প্রজাতন্ত্রীরাও, বিক্ষোভ দমনে পথে সেনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 02:21

দ্য ওয়াল ব্যুরো: রাজতন্ত্র (Monarchy) ফেরানোর দাবি নিয়ে পথে নেমেছে নেপালের একদল মানুষ। তারা হিন্দুরাষ্ট্র (Hindu state) ফেরানোর দাবিতেও সরব।

এই দুই দাবি আদায়ে বিক্ষোভে উত্তাল নেপাল। রাজধানী কাঠমাণ্ডু(Capital Kathmandu) -সহ দেশটির বহু শহরে জনজীবন অচল হয়ে পড়েছে। জারি হয়েছে কার্ফু। প্রশাসন পুলিশের পাশাপাশি সেনাকেও (army called) আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নামিয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট বন্ধ।

শুক্রবারের বিক্ষোভে ব্যাপক ক্ষতি হয়েছে বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের। একাধিক শপিং মলসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। আক্রমণ হয় সংবাদমাধ্যমের অফিস। পাল্টা পথে নামে প্রজাতন্ত্রীরাও। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল ধুমল রাজতন্ত্র ফেরানোর দাবির বিরুদ্ধে একাধিক সভা করেছেন।

তারাও রাস্তায় মিটিং-মিছিল করে। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। প্রায় দু-দশক আগে নেপালের রাজতন্ত্রের অবস্থান ঘটে। দেশটি হয়ে যায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র (democratic republic) । সংবিধান সংশোধন করে হিন্দু রাষ্ট্র নেপাল হয়ে যায় ধর্মনিরপেক্ষ (secular state) । এখন আবার পুরনো ব্যবস্থা ফেরানোর দাবি সামনে এসেছে।

এই ব্যাপারে সক্রিয় রাজা জ্ঞানেন্দ্র শাহ (King Gyanendra Singh)। দীর্ঘদিন তিনি দেশে ছিলেন না। ধর্মীয় সফর শেষ করে চলতি মাসের গোড়ায় দেশে ফেরার পর তিনি একটি ভিডিও বার্তায় দেশবাসীকে চলমান অপশাসনের বিরুদ্ধে সরব হতে আহ্বান জানানা। তারপরই সক্রিয় হয় রাজ পরিবারের ঘনিষ্ঠ দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। সেই দলই বিক্ষোভের ডাক দেয়।

তাৎপর্যপূর্ণ হল, এই দফায় তাদের পয়লা কর্মসূচিতেই দেশ উত্তাল হয়ে উঠেছে। ওয়াকিবহাল মহল বলছে, আসলে দুর্নীতি, ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে নেপালের মানুষ বিরক্ত। গণতন্ত্র ফিরলেও তাতে চলমান অস্থিরতার অবসান হয়নি। অভ্যন্তরীণ অস্থিরতা এবং দলগুলির বোঝাপড়ার অভাবে স্থায়ী সরকার গঠন হচ্ছে না। দেশের অর্থনীতি বেহাল। হাজার হাজার নেপালি তরুণ-তরুণী বিদেশে পাড়ি দিয়েছে চাকরির সন্ধানে। তাদের স্বজনেরা এই পরিস্থিতির জন্য ক্ষুব্ধ।


ভিডিও স্টোরি