শেষ আপডেট: 7th March 2025 23:43
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোরকে (Barry Butch Wilmore) দ্রুত ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে তাঁর অভিযোগ ছিল, বাইডেন প্রশাসন রাজনীতির জন্য তাঁদের এতদিন ফেরত আনার ব্যবস্থা করেনি। স্পেস এক্স কর্তা ইলন মাস্কও একই দাবি করেছিলেন। এবার সেই সুর শোনা গেল ব্যারি বুচের মেয়ের গলাতেও।
সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ব্যারির ১৬ বছরের মেয়ে দাবি করেছেন, তাঁদের ফিরিয়ে আনার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। রাজনীতি রয়েছে এর পিছনে। তাঁর কথায়, ''বাবা অনেক কিছু মিস করে গেছে। মাঝে মাঝে আমরা হতাশ হয়ে পড়ছি। বাবা এতদিন মহাকাশে আছে ঠিক আছে, কিন্তু কেন থাকতে হচ্ছে, তার উত্তর নেই। অনেক রাজনীতি রয়েছে জানি, তবে এত কিছু বুঝি না। শুধু বুঝি, অবহেলা করা হয়েছে।''
চলতি মাসেই সুনীতাদের ফেরার কথা পৃথিবীতে। সেই খবরে স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত ব্যারির পরিবার। তাঁর মেয়ে জানিয়েছেন, ''বাবাকে মিস করছি। কবে জড়িয়ে ধরতে পারব সেটাই ভাবছি।'' কিন্তু যতক্ষণ না তারা পৃথিবীতে ফিরছেন ততক্ষণ চিন্তা থেকেই যাচ্ছে সকলের। প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন উইলিয়ামস ও উইলমোর। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তাঁদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। হিলিয়াম লিক ও থ্রাস্টার ম্যালফাংশন হওয়ায় স্টারলাইনারটি নিরাপদ ছিল না। ফলে তাঁদের সেখানে থাকতে হয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ''আমি ইলনকে বলেছিলাম, তুমি কি ওদের ফিরিয়ে আনতে পারবে? ও বলল, পারবে, এখনই একটা স্পেসশিপ তৈরি করছে। সেই মতো, দু'সপ্তাহের মধ্যেই ওদের ফিরিয়ে আনা হবে।'' সঙ্গে উইলিয়ামসের চুল নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ''আমি দেখলাম, ওঁর বেশ চমৎকার চুল! এই চুল নিয়ে কোনও ছেলেখেলা নয় কিন্তু!''
আপাতত যে খবর মিলেছে, নাসা এবং স্পেস এক্সের রকেটের আগামী ১৯ মার্চ সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসার কথা। নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। সুনীতারা স্পেস স্টেশন ছাড়লে তাঁরাই তাঁদের জায়গা নেবেন।