শেষ আপডেট: 2nd May 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচর সুনীতা উইলিয়ামস ৫৮ বছর বয়সে ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন। বোয়িংয়ের পরীক্ষামূলক অভিষেক অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে তাঁর যাত্রা শুরু হবে আগামী ৬ মে। এ নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিচ্ছেন সুনীতা। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে তাঁর সঙ্গী হচ্ছেন বুচ উইলমোর।
ক্রু ফ্লাইট টেস্ট নামে এই অভিযানটি নাসার তত্ত্বাবধানে হবে। অ্যাটলাস ফাইভ রকেটের মাথায় বসবে স্টারলাইনার ক্যাপসুলটি। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে তা উৎক্ষেপণ করা হবে। এ প্রসঙ্গে খোদ সুনীতা বলেছেন, মহাকাশযান উড়লে তা নিরাপদ এবং আরামদায়ক হবে বলেই মনে হচ্ছে।
আনুমানিক ১০ দিনের অভিযানে উইলমোর এবং উইলসন স্টারলাইনারের প্রযুক্তি ব্যবস্থা এবং ক্ষমতা যাচাই করে দেখবেন। এই পরীক্ষার পরেই স্টারলাইনার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে যেতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, বাণিজ্যিকভাবে মহাকাশচারী নিয়ে স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা। আমরা এর সাফল্যের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি।
স্টারলাইনার মহাকাশযানটিতে সাতজন নভোচর চড়তে পারেন। এটি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। সর্বোচ্চ ১০ বার যাতায়াতে সক্ষম। এর ব্যাস প্রায় ১৫ ফুট। এই অভিযান সফল হলে বোয়িং কোম্পানি স্পেস এক্সের ক্রু ড্রাগনের সমকক্ষ হবে। যারা নিয়মিতভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচর আনা-নেওয়া করে। দুই নভোচর প্রায় এক সপ্তাহ কক্ষপথে থাকবেন। তারপর দক্ষিণ-পশ্চিম আমেরিকার কাছাকাছি পৃথিবীতে অবতরণ করবেন। তখন ক্রু ক্যাপসুলটি প্যারাশ্যুটের মতো নেমে আসবে যেখানে সেফ ল্যান্ডিংয়ের জন্য এয়ারব্যাগও থাকবে।