শেষ আপডেট: 7th November 2024 22:22
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৮ দিনের জন্য মহাকাশে যাওয়াই কাল হয়েছে! জুন মাসে গিয়ে এখনও সেখানেই আটকে সুনীতা উইলিয়ামস, ব্যারি বুচ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনই এখন তাঁদের ঘর-বাড়ি। তবে ইতিমধ্যে একাধিক সংবাদমাধ্যম দাবি করতে শুরু করেছে, সুনীতাদের শরীর খারাপ হচ্ছে। তাঁরা ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতে থাকতে। এইসব রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে নাসাও।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে নাসার স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেট জিমি রাসেল জানিয়েছেন, যে সমস্ত খবর বেরিয়েছে তা একদম সত্যি নয়। সুনীতারা যথেষ্ট ভাল আছেন, সুস্থ আছেন। তাঁর সঙ্গী ব্যারি বুচও ভাল রয়েছেন বলে দাবি করেছে নাসা। তাঁদের স্পষ্ট কথা, এতদিন ধরে স্পেস স্টেশনে থাকার যেটুকু প্রভাব পড়ার কথা তাই পড়েছে, যা স্বাভাবিক। তাঁদের কারও শরীর মারাত্মক খারাপ হয়নি।
সম্প্রতি সুনীতা এবং বুচের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুজনকে স্পেস স্টেশনের মধ্যে দেখা যাচ্ছে এবং তাঁদের সামনে রয়েছে পিৎজা। অনেকেই ছবিতে সুনীতাকে দেখে দাবি করেছেন যে তাঁর শরীর খারাপ। কারণ, তাঁকে অবিশ্বাস্য রকমের রোগা লাগছে। মহাকাশে যাওয়ার আগে বুচের যে ছবি দেখা গেছিল এখন তারও বদল ঘটেছে। তাই অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। তবে নাসা সকলকেই আশ্বস্ত করেছে এই বিষয়ে।
১০০ দিনের বেশি হয়ে গেছে সুনীতারা স্পেস স্টেশনে আটকে আছেন। নাসার পরিকল্পনা অনুযায়ী তাঁরা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন। যদিও নিশ্চিতভাবে এখনও কিছুই বলা হয়নি। মহাকাশে এতদিন থাকার জন্য তাঁদের পেশি শিথিল হয়ে যাচ্ছে, হাড়ের সমস্যাও দেখা দিচ্ছে। যদিও নাসা জানিয়েছে, এই ধরনের সমস্যা হওয়া মহাকাশচারীদের ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার। তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গত সেপ্টেম্বর মাসেই সুনীতা উইলিয়ামসদের উদ্ধার করতে মহাকাশে পাড়ি দিয়েছিল নাসা এবং স্পেস এক্সের রকেট। এই মিশনের নাম দেওয়া হয়েছে ক্রু-৯ মিশন। এই মহাকাশযানে দুটি আলাদা সিটে বসে স্পেস স্টেশনের লক্ষ্যে পাড়ি দেন মহাকাশচারী নিক হগ এবং আলেকসান্দ্র গোরবুনভ। নাসা জানিয়েছে, ওই দুই মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আগামী কয়েক মাস কিছু গবেষণা চালাবেন। তারপরে আগামী বছরের ফেব্রুয়ারিতে সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরবে।