শেষ আপডেট: 13th February 2025 09:23
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সময় বুধবার গভীর রাতে আমেরিকা পৌঁছেছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একান্ত এবং প্রতিনিধি পর্যায়ে দীর্ঘ বৈঠক হওয়ার কথা।
ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় তাঁদের মধ্যে। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ইসকন ঘনিষ্ঠ এই হিন্দু মার্কিনিকে জাতীয় গোয়েন্দা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন।
বৃহস্পতিবার ট্রাম্প-মোদী বৈঠকের অন্যতম আলোচ্য হল দু দেশের মধ্যে শুল্ক বিবাদ হ্রাস করে রপ্তানি বৃদ্ধি। ট্রাম্প দ্বিতীয়বার ফিরে এসেই মার্কিন পণ্যের বাজার বৃদ্ধিতে জোর দিয়েছেন। তা নিয়ে চিনের সঙ্গে আমেরিকার বিরোধ বেঁধেছে দু'দেশই রপ্তানি শুল্ক বৃদ্ধি করায়।
এই ব্যাপারে সম্ভাব্য মার্কিন চাপ এড়াতে প্রধানমন্ত্রী আমেরিকা যাওয়ার আগেই ভারত ট্রাম্পের দেশের একাধিক পণ্যের উপর থেকে শুল্ক কমিয়ে দিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে এরপরও ট্রাম্প শুল্ক আরও কমাতে চাপ দিতে পারে। সেই কারণে প্রধানমন্ত্রীর এই সফরকে যথেষ্ট চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে।
আলোচনায় আসবে নথিবিহীন ভারতীয়দের আমেরিকা থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ও। আলোচ্য সূচিতে আছে আঞ্চলিক সুরক্ষা, নিরাপত্তার বিষয়টি।
কূটনৈতিক মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত মনে করে, পড়শি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। গতমাসে আমেরিকা সফরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশ সচিবকে বাংলাদেশ নিয়ে 'ব্রিফ' করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তবে আলোচনার বিস্তারিত ফাঁস করেননি বিদেশমন্ত্রী। ভারত সরকার অবশ্য প্রকাশ্যেই বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে।