শেষ আপডেট: 21st January 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: কিছু কিছু ঘটনায় সেলেবদের ফ্যাশনই কনটেম্পোরারি ট্রেন্ড হয়ে যায়! মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বার শপথগ্রহণকে কেন্দ্র অনুষ্ঠান বুঝিয়ে দিল, মোনোটোনই ইন থিং! উষা ভান্স থেকে ইভাঙ্কা ট্রাম্প— নজর কাড়লেন মোনোটোন ম্যাজিকে।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটান্ডায় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মনোটোন ফ্যাশনই ছিল আলোচনার সেন্টার পয়েন্ট। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সেকেন্ড লেডি উষা ভ্যান্স, ইভাঙ্কা ট্রাম্প এবং প্রাক্তন ফার্স্ট লেডি জিল বাইডেন—প্রত্যেকেই নিজেদের মনোটোন লুকে ফ্যাশনের নয়া স্টেটমেন্ট তুলে ধরেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের পোশাক ছিল বেশ পরিশীলিত। অস্কার দে লা রেন্টার ডিজাইন করা গোলাপি কাশ্মীর কোট এবং মানানসই স্কার্ফ পরা উষা তাঁর পোশাকে যেন উষ্ণতা এবং আভিজাত্যের মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর সাজে ছিল ফুলের ডিজাইনের স্টেটমেন্ট কানের দুল, ব্লাশ-টোনড সোয়েড বুট, গোলাপি গ্লাভস, এবং ন্যুড কালারের ছোট একটি ক্লাচ। চুলের খোঁপা এবং মিনিমাল মেকআপ তার লুককে আরও পরিপূর্ণ করেছে।
View this post on Instagram
উষার পরিবারের শিকড় রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশে। উষা ভ্যান্সের জন্ম অবশ্য ক্যালিফোর্নিয়ায়। তিনি ইয়েল ল স্কুলে পড়াশোনা করার সময়ে ২০১৩ সালে জেডি ভ্যান্সের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। ২০১৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিন সন্তানের মা। উষা একজন প্রতিভাবান আইনজীবী হিসেবে পরিচিত এবং তাঁর কর্মজীবনে সান ফ্রান্সিসকো ও ওয়াশিংটন ডিসির মুঙ্গার, টলেস অ্যান্ড ওলসন এলএলপিতে কাজ করেছেন। স্বামীর রাজনৈতিক যাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শপথ গ্রহণের আগের দিন ন্যাশনাল গ্যালারি অব আর্টে এক বিশেষ ডিনারে উষা ভ্যান্স একটি স্ট্র্যাপলেস গাউনে নজর কাড়েন। অস্কার দে লা রেন্টার ডিজাইন করা সেই গাউনে ছিল সুইটহার্ট নেকলাইন এবং ঝলমলে ফুলের নকশা।
View this post on Instagram
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শপথ গ্রহণের দিন একটি নেভি ব্লু টেইলরড কোট, স্কার্ট এবং সাদা টপ পরে এসেছিলেন। এরিক জাভিটসের ডিজাইন করা হ্যাটটি তাঁর লুককে বাড়তি মাত্রা দেয়। তাঁর মনোটোন লুকে সাদা হোয়াইট শার্টটা যেন ফাইন হাইলাইটারের মতই ছিল।
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইভাঙ্কা ট্রাম্প একটি ফরেস্ট গ্রিন পেন্সিল স্কার্ট এবং অ্যাসিমেট্রিক্যাল জ্যাকেট পরে এসেছিলেন। কালো বেল্ট, সবুজ হ্যাট এবং কালো হাই হিল তাঁর সাজকে আরও মোহময় করে তোলে।
প্রাক্তন ফার্স্ট লেডি জিল বাইডেন রালফ লরেনের ডিজাইন করা একটি বেল্টেড ওভারকোট, গ্লাভস এবং হিল পরে তার ফ্যাশন সচেতনতার পরিচয় দিয়েছেন। তার পুরোটাই ছিল বেগুনি-নীল রঙে মোড়া।
ইনাগুরেশন ডের পোশাকগুলিতে মনোটোন ফ্যাশনের দাপট স্পষ্ট হলেও প্রত্যেকের অনন্য স্টাইলের মাধ্যমে তাদের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে বলেই ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন।