শেষ আপডেট: 28th September 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাকে ইজরায়েল বাহিনী খতম করার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ জবাবের হুঁশিয়ারি দিলেন পরমাণু শক্তিধর ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেইনি। এই কাজে মুসলিম দুনিয়াকে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, হিজবুল্লাকে আঘাত করার কাজে ইজরায়েল খুবই দুর্বল। ইহুদিদের দানবীয় হামলাতেও নতজানু হবে না মুসলিম প্রতিরোধ বাহিনী।
নাসরাল্লার নিকেশ হওয়ার খবর পাওয়ার পরেই আয়াতুল্লা খামেইনিকে আরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ইরানি কর্তৃপক্ষ। সেই গোপনতম স্থান থেকে শনিবার বিকেলে কয়েকটি এক্সবার্তায় ইজরায়েলকে সোজাসুজি হুঁশিয়ার করে দেন শিয়া সম্প্রদায়ের ইরানি ধর্মনেতা। এই ইরানই হিজবুল্লাকে অর্থ-রসদ দিয়ে সাহায্য করে থাকে।
খামেইনি তাঁর বার্তায় লেবাননে ইজরায়েলের হানাদারিকে জংলি প্রকৃতির বলে বর্ণনা করে লিখেছেন, এসব করে হিজবুল্লার বিশেষ ক্ষতি করা যাবে না। একদিকে লেবাননের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা উন্মত্ত ইহুদিদের জংলি প্রকৃতিকে তুলে ধরেছে। অন্যদিকে, ইজরায়েলের নেতৃত্ব কত নিচুমানের এবং অদূরদর্শী নীতি নিয়ে চলে তাও প্রমাণিত হয়ে গিয়েছে।
ইজরায়েলকে জঙ্গি শাসনতন্ত্র বলে উল্লেখ করে খামেইনি আরও বলেছেন, জঙ্গিদের দল শাসক ইহুদিতন্ত্রের নেতারা একবছর ধরে গাজায় অপরাধ করে চলায় কোনও শিক্ষা নিতে পারেনি। নিরীহ শিশু, মহিলা এবং মানুষ মেরে প্রতিরোধের লড়াইকে আঘাত করা যায় না। মুসলিম দুনিয়া ইজরায়েলের কাছে নতজানু হবে না। লেবাননের হিজবুল্লাকে বিনষ্ট করার কাজে ইহুদি অপরাধীরা খুবই দুর্বল তা যেন তারা জেনে রাখে। হিজবুল্লার পাশে রয়েছে এই অঞ্চলের সব প্রতিরোধ বাহিনী। তারাই আঞ্চলিক ভবিষ্যৎ ঠিক করবে। আল্লার দোয়ায় আজ লেবানন সীমা লঙ্ঘনকারী, বিদ্বেষপূর্ণ শত্রুকে তার কাজের জন্য শিক্ষা দেবে।