শেষ আপডেট: 4th February 2025 08:19
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে আমেরিকা সফরে যাচ্ছেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এই সফর। এখনও পর্যন্ত ঠিক আছে ১৩ ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটন পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ১৪ তারিখ তাঁর ট্রাম্প ও তাঁর নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে বিশেষ রাষ্ট্রীয় ভোজের আয়োজন করছেন ট্রাম্প।
আমেরিকা যাওয়ার আগেই অবশ্য ট্রাম্প-মোদী দেখা হওয়ার কথা প্যারিসে। সেখানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা দুই নেতার। প্রধানমন্ত্রী প্যারিস থেকেই ওয়াশিংটন যেতে পারেন।
আমেরিকা যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর এই আসন্ন মার্কিন সফর নিয়ে দেশে বিতর্ক শুরু হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রীর জন্য যেচে আমন্ত্রণ আনতেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম আলোচ্য হবে উপমহাদেশের নিরাপত্তা। সেই প্রসঙ্গেই আলোচনায় আসবে বাংলাদেশ। পড়শি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে দুই নেতার। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নতুন মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গে এক দফা কথা বলে এসেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়গুলি ট্রাম্পকে জানাবেন মোদী, এমনটাই কথা আছে। বিশেষ করে, বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতারা জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় নয়াদিল্লি উদ্বিগ্ন।