শেষ আপডেট: 21st September 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে আমেরিকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন থেকেই আমেরিকায়
শুরু হচ্ছে চতুর্দেশীয় কোয়াডের বৈঠক। ওই বৈঠকের পাশাপাশি এবারের তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
কোয়াড হল, অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকাকে নিয়ে একটি কূটনৈতিক গোষ্ঠী। এবার যার পৌরোহিত্য করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ডেলাওয়্যার-এর উইলমিংটনে কোয়াড-ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন রয়েছে। সেই বৈঠকেই যোগ দেবেন মোদী।
২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভাতেও ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। এর ফাঁকে নিউইয়র্কে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদীর বৈঠক করার কর্মসূচি রয়েছে। আমেরিকা রওনা হওয়ার আগে মোদী বলেছেন, "তিনটি দেশের সহকর্মীদের সঙ্গে দেখা হবে। এর ফলে আমেরিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করি।’’
শুধু রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করা নয়, তিনদিনের সফরে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গেও তাঁর দেখা হওয়ার কথাও রয়েছে।
নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রাটিক দলের প্রার্থী হয়েছেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এহেন আবহে মোদীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।
প্রসঙ্গত, এদফার সফরে মোদীর দুটি প্রকাশ্য জনসভা রয়েছে। অতীতে ডোনাল্ড ট্রাম্পের ওপরে দুবার গুলি চলেছে। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় তাঁর। স্বভাবতই, মোদীর নিরাপত্তা নিয়ে আগে থেকেই ভারতের তরফে আমেরিকাকে বলা হয়েছিল। জানা যাচ্ছে, যে কারণে ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমেরিকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।