শেষ আপডেট: 19th April 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: ইরানকে জবাব দেওয়া শুরু করল ইজরায়েল। এই মুহূর্তে ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজরায়েল। মার্কিন টেলিভিশন এবিসি এই খবর দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইস্পাহান শহরে ইজরায়েলের হামলায় বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান গোটা দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
বৃহস্পতিবারই ইরানের সেনা প্রধান আবদুল রহিম মৌসাভি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইজরায়েল হামলা চালালে পরে অনুতাপ করতে হবে। কঠোর জবাব দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ বেশ কিছু দেশও ইজরায়েলকে আপাতত যুদ্ধ এড়ানোর পরামর্শ দিয়েছিল। মনে করা হচ্ছে, ঘরোয়া রাজনীতির চাপে ইজরালেয়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছেন।
গত শনিবার আচমকাই ইরান আকাশপথে ইজরায়েলের উপর হামলা চালিয়েছিল। ড্রোন হামলায় বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্থ হয়। একটি সামরিক ঘাঁটিতেও আঘাত করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও ইজরায়েল দাবি করে ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্রই আকাশে বিনষ্ট করে দিতে সক্ষম হয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
চলতি অশান্তির সূত্রপাত গত ১ এপ্রিল। সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের কয়েকজন শীর্ষ সামরিক কর্তা-সহ ১২জন নিহত হন। জবাবে গত শনিবার ইজরায়েলে আকাশ পথে হামলা চালায় ইরান।
তারপর থেকে দুই দেশই হুমকি, পাল্টা হুমকি দিয়ে আসছিল। অন্যদিকে, শান্তি প্রতিষ্ঠায় তৎপর হয় ইজরায়েলের একাধিক বন্ধু রাষ্ট্র। ইরানের উপর হামলা না চালাতে বারে বারে পরামর্শ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘের তরফেও যুদ্ধ এড়ানোর আর্জি জানানো হয়। ইজরায়েল তাতে সাড়া দিল না। এখন দেখার দু-দেশের লড়াই পূর্ণাঙ্গ যুদ্ধের আকার নেয় কিনা।