শেষ আপডেট: 9th October 2023 17:55
দ্য ওয়াল ব্যুরো: কাজে হোক বা সামাজিক ইস্যু, বরাবরই তিনি 'বোল্ড'। নিজের মত স্পষ্ট করে জানাতে পিছপা হন না কখনওই। এবারেও অন্যথা হল না। ইজরায়েল-হামাস সংঘর্ষের মধ্যেই প্যালেস্টাইনের হয়ে মুখ খুলেছেন তিনি। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় 'ট্রেন্ডিং' প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা।
শনিবার প্যালেস্টাইনের সন্ত্রাসবাদী দল হামাস ইজরায়েলের উপর অতর্কিত রকেট হামলা করে। গাজা ভূখণ্ড থেকে ৩ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করা হয়। বহু মানুষকে বন্দি করা হয়। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে পাল্টা আক্রমণে নামে ইজরায়েলও। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এর মধ্যেই লেবানিজ-মার্কিন অভিনেত্রী-মডেল মিয়া পক্ষ বেছে নিয়ে সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এই লড়াইতে তিনি প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন।
গত ৭ অক্টোবর এক্স-হ্যান্ডেলে প্রাক্তন পর্ন তারকা লেখেন, 'আপনি যদি প্যালেস্টাইনের পরিস্থিতি দেখেও সেখানকার বাসিন্দাদের পক্ষে না থাকেন তবে আপনি বর্ণবাদের ভুল দিকে আছেন এবং ইতিহাস সময়মতো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।' অভিনেত্রীর সেই পোস্ট ভাইরাল হয়েছিল। ২ কোটিরও বেশি মানুষ দেখেছিলেন সেই পোস্ট।
তবে নেটিজেনদের অনেকেই তাঁকে সেই পোস্টের জন্য তুলোধনা করেছেন। একজ লিখেছেন, 'আপনি যদি ইজরায়েলের পরিস্থিতি দেখতে পান, এবং এখনও আপনার ধর্মীয় পক্ষপাতিত্ব এবং গোঁড়ামির কারণে অন্ধ হয়ে থাকেন, তাহলে আপনি ভুল দিকে আছেন।'
এই সমস্ত কারণেই এখন সোশ্যাল মিডিয়া এবং গুগলে নতুন করে 'ট্রেন্ডিং' হয়ে উঠেছেন মিয়া খলিফা। তাঁর নাম নিয়ে একসঙ্গে বহু মানুষ সার্চ করছেন।
শুধু এক্স হ্যান্ডেলে নিজে পোস্ট করাই নয়, মডেল-ইনফ্লুয়েন্সার কাইলি জেনারকেও এই ইস্যুতে ভার্চুয়ালি কথা শোনাতে ছাড়েননি মিয়া। কাইলি ইজরায়েলকে সমর্থন করে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তা নিয়েই মিয়া লেখেন, 'যদি সত্যিকারের সাংবাদিকতা বলে কিছু থেকে থাকে, তাহলে কাইলি জেনারের সঙ্গে পরবর্তী যিনি কথা বলবেন, তিনি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা সম্পর্কে ওঁর মতামত জানতে চাইবেন। যতক্ষণ না তিনি একটি সুসংগত বাক্য বলে উঠতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাঁর দিক থেকে চোখ সরাবেন না। উনি আসলে ৪০০ মিলিয়ন ভক্তের কাছে শুধুই নিজের অবস্থান স্পষ্ট করতে চান।'
যদিও পরে বিতর্কের মুখে পোস্ট ডিলিট করে দেন কাইলি।
নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়েও অবশ্য দমেননি মিয়া। অভিনেত্রী লেখেন, প্যালেস্টাইনকে সমর্থন করে ব্যবসা হারাতে হচ্ছে তাঁকে। কিন্তু ইহুদিবাদীদের সঙ্গে আমি ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে পড়ছি কিনা সেটা আগেভাগে না দেখে নেওয়ার জন্য আমার নিজের উপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে।' এমনকী, সোমবার সকালেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিয়া। সেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে, দখলদারির এই ঘটনা হামাসের কারণে ঘটছে না।
উল্লেখ্য, হামাস হল প্যালেস্টাইনের একটি ইসলামি জঙ্গিগোষ্ঠী যারা ২০০৭ সাল থেকে গাজা ভূখণ্ড শাসন করেছে। গাজায় প্রায় ২৩ লক্ষ মানুষের বাস। এটি একটি ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত অঞ্চল যা ইজরায়েল, মিশর এবং ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত।