শেষ আপডেট: 21st January 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: শুধু ট্রাম্পের প্রত্যাবর্তন নয়, আমেরিকার ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া ট্রাম্পের প্রত্যাবর্তনও নজর কাড়ল। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেলানিয়ার পোশাক বাছাই বুঝিয়ে দিল, সেই প্রথমবারের ফার্স্ট লেডি তিনি আর নন, যাঁর ফ্যাশন নিয়ে এক সময়ে বিতর্কের ঝড় উঠেছিল। বরং তাঁর বর্তমান রুচিশীল পোশাক ও সাবলীল উপস্থিতি বলছে, এবার তিনি আক্ষরিক অর্থেই ফ্লোটাস (First Lady of the United States)।
এদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেভি ব্লু ফর্মাল পোশাক পরে হাজির হয়েছিলেন মেলানিয়া। তিনি পরেছিলেন একটি ডাবল-ব্রেস্টেড মিডি-কোট, যা কনট্রাস্টের জন্য সাদা ব্লাউজের সঙ্গে ক্লাব করেছিলেন একসময়ের ব়্যাম্প-কাঁপানো ফ্যাশন মডেল। সঙ্গে ছিল নীল অপেরা গ্লাভস, ম্যাচিং হাই হিল এবং একটি হ্যাট।
এই হ্যাটটিই ছিল তাঁর এদিনের সাজসজ্জার অন্যতম চমক। চোখের প্রায় অর্ধেক ঢেকে রাখা এই স্টেটমেন্ট হ্যাট নজর কেড়েছিল সকলের। যদিও একটি মজার ঘটনা হল, শপথ গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প মেলানিয়াকে চুমু খেতে গেলে, এই হ্যাটটিই বাধা হয়ে দাঁড়ায় দু'জনের ঠোঁট স্পর্শ করার মাঝে।
Trump air kisses Melania pic.twitter.com/YAqkdbVcii
— Brennan Murphy (@brenonade) January 20, 2025
মেলানিয়ার এই পোশাকের ডিজাইন করেছেন নিউ ইয়র্কের ডিজাইনার অ্যাডাম লিপস এবং তাঁর হ্যাটটি তৈরি করেছেন এরিক জাভিটস।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে কমান্ডার-ইন-চিফ ‘ইনাগুরাল বলের’ জন্য মেলানিয়া একটি স্ট্র্যাপলেস অফ-হোয়াইট গাউন বেছে নিয়েছিলেন, যা ডিজাইন করেছেন তাঁর স্টাইলিস্ট হার্ভে পিয়েরে। গাউনটিতে কালো স্ট্র্যাপ এবং পাশে স্লিট ছিল, যা তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তোলে। মেলানিয়া গলায় পরেছিলেন হ্যারি উইনস্টনের হিরের ব্রোচ, যা চোকার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি।
শপথ গ্রহণের আগের দিন রাতে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে ক্যান্ডললাইট ডিনারে মেলানিয়া ট্রাম্প তাঁর স্টাইলের নতুন দিক তুলে ধরেন। তিনি পরেছিলেন একটি সিকুইন দেওয়া কালো স্কার্ট, যা ক্যারোলিনা হেরেরা ডিজাইন করেছেন। তার সঙ্গে ছিল সেন্ট লরেন্টের শার্প কেপ কোট এবং দোলচে অ্যান্ড গাব্বানার সাদা শার্ট।
ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি উষা ভ্যান্সের পোশাকও ছিল নজরকাড়া। তাই মেলানিয়ার পাশাপাশি, ভারতের বংশোদ্ভূত সেকেন্ড লেডি উষা ভ্যান্সও তাঁর পোশাক নির্বাচনের জন্য প্রশংসিত হয়েছেন। তিনি ভাইস প্রেসিডেন্টের নৈশভোজে অস্কার দে লা রেন্টার ডিজাইন করা পোশাক পরেছিলেন।