শেষ আপডেট: 7th January 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষণে জলমগ্ন মক্কা। পরিস্থিতি এমনই যে, ছোট গাড়ি জলের তলায় চলে গিয়েছে। থমকে গিয়েছে পরিবহন ব্যবস্থা।
মক্কা ও মদিনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘনঘন বাজ পড়ছে। জেড্ডা শহরের পরিস্থিতিও একই রকম। আটকে পড়া পুণ্যার্থী ও সাধারণ নাগরিকদের উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন।
Sever floods due to Torrential rainfall in Mecca, Saudi Arabia ???????? (06.01.2025)
— Disaster News (@Top_Disaster) January 7, 2025
Video: WordGateWeather pic.twitter.com/07zfH81y4C
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। শিশু ও মহিলাদের বাঁচাতে মানববন্ধন তৈরি করে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি ভিডিওয় দেখা যাচ্ছে, খাবার ডেলিভারি করতে বেরোনো এক যুবক জলে আটকা পড়েছেন আর তাঁকে টেনে তুলছেন এক নাগরিক।
Massive floods due to torrential rainfall in Mecca, Saudi Arabia ???????? (06.01.2025) pic.twitter.com/jWQGYihWCR
— Disaster News (@Top_Disaster) January 6, 2025
সৌদি আরবের আবহাওয়া দফতর সূত্রে খবর, এই টানা বৃষ্টি আপাতত থামার সম্ভাবনা নেই। মক্কা, মদিনা এবং জেড্ডার উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে লাল সতকর্তা জারি হয়েছে। পাশাপাশি রিয়াধ, আল-বাহা, তাবুকের মতো শহরেও দেখা দিয়েছে দুর্যোগ।