শেষ আপডেট: 9th November 2024 20:18
ইসলামাবাদ: পাকিস্তানের কোয়েট্টায় স্টেশনে বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। জখম হয়েছেন প্রায় ৩০ জন। বালুচিস্তানের কোয়েট্টার পদস্থ পুলিশ আধিকারিক মহম্মদ বালুচ সরকারিভাবে জানিয়েছেন, ১৬ জনের মৃত্যু এবং ৩০ জন জখম হয়েছেন বিস্ফোরণে। তাঁর মতে, আপাতদৃষ্টিতে এটিকে 'আত্মঘাতী' বিস্ফোরণ বলে মনে হলেও তদন্ত করে দেখা হচ্ছে।
পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য ডন জানাচ্ছে, স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিস্ফোরণটি ঘটে। শনিবার সকাল ৯টা নাগাদ দুর্গশহর পেশোয়ারের উদ্দেশে জাফ্ফর এক্সপ্রেস সবে রওনা দেওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর। তখন স্টেশন চত্বর ভিড় গিজগিজ করছিল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে অনুমান।
বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিএলএ-র মুখপাত্র জানিয়েছেন, কোয়েট্টা রেল স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণের দায় নিচ্ছি আমরা। আজ সকালে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর হামলা চালায় আমাদের লোক। স্থানীয় সেনা প্রশিক্ষণ স্কুল থেকে তালিম নিয়ে ওই সেনা ইউনিট কোয়েট্টা স্টেশন থেকে জাফ্ফর এক্সপ্রেসে পেশোয়ার ফিরছিল। বিএলএ-র আত্মঘাতী শাখা মজিদ ব্রিগেড এই হামলা চালায়। আরও বিস্তারিত খবর আমরা সংবাদ মাধ্যমকে পরে দেব।
বালুচিস্তান সরকারের মুখপাত্র জানান, পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনী বিস্ফোরণস্থলে পৌঁছে গিয়েছে। বম্ব স্কোয়াড ও ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। দুর্ঘটনাস্থলের যে ছবি সিসিটিভিতে ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর গোটা প্লাটফর্ম তছনছ হয়ে রয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ছেঁড়া কাপড়ের টুকরো, মাংস ও রক্তমাথা দেহ।