শেষ আপডেট: 11th January 2025 17:05
দ্য ওয়াল ব্যুরো: মেটার অফিসে পুরুষদের বাথরুম থেকে ট্যাম্পন এবং স্যানিটারি প্যাড সরিয়ে ফেলার নির্দেশ দিলেন মার্ক জুকারবার্গ। মেটা (ফেসবুক)-র সিইও সম্প্রতি কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করেছেন। সেই সূত্রেই এই নির্দেশ। নন-বাইনারি ও ট্রান্সজেন্ডার কর্মীদের জন্য এতদিন এসব রাখা হত অফিসের বাথরুমে।
সম্প্রতি জুকারবার্গ ঘোষণা করেছেন, মেটা তার বাহ্যিক ও অভ্যন্তরীণ কিছু পলিসিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রি এক্সপ্রেশন অর্থাৎ মুক্ত অভিব্যক্তি ফেরানোর জন্য ফ্যাক্ট চেকিং বন্ধ করতে চলেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এর জন্য কন্টেন্ট মডারেশনের কাজে সামান্য পরিবর্তন আনা হবে।
পোস্ট সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। জানা গিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে যেমন কোনও পোস্টের ক্ষেত্রে আগে সবসময় ফ্যাক্ট চেক করা হত। হিংসামূলক কোনও পোস্ট করা যেত না বা কোনও ধর্মকে আঘাত করা হবে, এমন পোস্টের অনুমতি ফেসবুক দিত না। এবার থেকে এই বিষয়টি শিথিল করা হচ্ছে।
এছাড়াও মেসেঞ্জারে বর্তমানে যে নন-বাইনারি বা ট্রান্সজেন্ডার থিম উপলব্ধ রয়েছে। তা আর পাওয়া যাবে না। শুক্রবারের মধ্যেই এই পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়টি সামনে আসার পর প্রশ্ন তুলছেন এলজিবিটিকিউ+ এর সদস্যরা। মেটার বাইরে তো বটেই, মেটার অফিসেও যে সকল এলজিবিটিকিউ+ গ্রুপ রয়েছে, সেখানে আলোচনা হচ্ছে। একজন ইতিমধ্যে ইস্তফাও দিয়েছেন। সূত্রের খবর, বাকিরাও ইস্তফার চিন্তাভাবনা করছেন।
মেটার তরফে দাবি করা হয়েছে, মানুষ যাতে খুব স্বাভাবিকভাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তাই এই পরিবর্তন আনা হচ্ছে। এদিকে মেটার মার্কেটিং অফিসার অ্যালেক্স স্কাল্টস জানান, ট্রান্সজেন্ডার রাইটসের বিষয়টিতে রাজনীতির রং লেগেছে। তাই ট্রান্সজেন্ডার ইস্যুতে এই পরিবর্তন।
এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিবর্তনের ফলে অনলাইন ও অফলাইন একাধিক সমস্যা হতে পারে বলেন মনে করেন তিনি।