শেষ আপডেট: 23rd August 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র-ভ্রমণ করবেন। জাহাজ, ক্রুজে কি আর সে রোমাঞ্চ আছে? তাই পিঠে হাঙরের পিঠে চড়ে বসেন সৌদির এক ব্যক্তি। সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও ভাইরাল হয় এক্স মাধ্যমে। তাঁর এই কাণ্ড দেখে অনেকেই হতবাক।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে ‘হোয়েল শার্ক’ । অদূরেই ভাসমান একটি নৌকো থেকে ওই দৈত্যাকার হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দিলেন সৌদি আরবের ওই ব্যক্তি। হাঙরটির পিঠের উপর পড়েই তিনি জাপটে ধরেন সেটির ডানা। ব্যস, ওইভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। অকুতোভয় ওই ব্যক্তির সঙ্গীসাথীরা যাঁরা নৌকায় দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিও করেছেন অবাকের থেকেও বেশি সাংঘাতিক উত্তেজিত ছিলেন। জানা গেছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে এই দুঃসাহসিক অভিযান চালান জাকি আল-সাবাহ নামে ওই ব্যক্তি।
— عبدالله العلوني (@alalwaniabdulla) August 16, 2020
প্রথমে তিনি নৌকোয় বসে হাঙরগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই সাবাহ নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। এক বন্ধু চিৎকার করে তাঁকে সাবধান করেন ‘এটা কিন্তু তোমাকে খেয়ে নিতে পারে’। তাতেও দমেননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহে উপভোগ করেন নিজের দুঃসাহসিক সমুদ্র সফরের।