শেষ আপডেট: 28th June 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: ৬ বছর আগে সাত পাকে বাঁধা পড়়েছিলেন। দুটি সন্তানও রয়েছে। স্বামী নিজেই একটি কোম্পানির মালিক। স্ত্রীও একটি সংস্থায় কর্মরত। বাচ্চাদের মানুষ করার জন্য বাড়িতে রাখা হয়েছে আয়াও। কিন্তু সন্তানদের ঠিকমতো সময় দিতে না পারাকে কেন্দ্র করে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল দাম্পত্য কলহ।
সমস্যার সমাধানে স্ত্রীকে চাকরি ছেড়ে সন্তান সামলানোর কথা বলেছিলেন স্বামী। সুখী গৃহিণী যাকে বলে আর কি! চাকরি ছাড়বেন কিনা, ভাবতে কয়েকদিন সময় নেন স্ত্রী। তারপর স্বামীকে জানিয়ে দেন, "আমি অবশ্যই চাকরি ছাড়তে পারি। কিন্তু তার আগে আমাকে তোমার কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার দিতে হবে!"
স্ত্রীর এমন কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন স্বামী। বিষয়টি তিনি ঠিক করলেন কিনা, তা নিয়ে মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে পুরো ঘটনা সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন দুই সন্তানের মা। যা ইতিমধ্যে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
সম্প্রতি ডিভোর্সের ঘটনা বাড়ছে। সোশ্যাল মাধ্যমে নিজের শেয়ার করা পোস্টে এই আশঙ্কার কথাও উল্লেখ করেছিলেন ওই মহিলা। তিনি লেখেন, "আমিও একটি সংস্থায় উচ্চপদে কর্মরত। চাকরি ছেড়ে সংসার সামলাতে রাজি আছি। কিন্তু পরে যদি স্বামী ডিভোর্স দেয়, তাহলে আমার আর্থিক নিরাপত্তা কী হবে? তাই স্বামীর কোম্পানির অর্ধেক শেয়ার চেয়ে কি ভুল করেছি?"
AITAH for telling my husband that he needs to give me half his company if he wants me to be a housewife?
byu/Status-Mention6793 inAITAH
শুক্রবার দুপুর পর্যন্ত মহিলার পোস্টটিতে ১২হাজার জন মানুষ মন্তব্য করেছেন। সিংহভাগই মহিলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, "একদম সঠিক সিদ্ধান্ত। নিজের নিশ্চিত চাকরি ছাড়তে হলে তার সম পরিমাণ আর্থিক নিরাপত্তাও আদায় করে নেওয়া উচিত।" আর একজন লিখেছেন, "যদি স্বামী আপনাকে অর্ধেক শেয়ার দিতে না চান, তাহলে ভুলেও চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেবেন না।"
অন্য একজনের মতে, "শুধু স্ত্রীর গুণে নয় সংসার সুখের করতে হলে স্বামী-স্ত্রী দু'জনকেই সমান আত্মত্যাগ করতে হবে।ফলে কর্মরতা স্ত্রী হিসেবে সঠিক দাবিই করেছেন।"
৬ মাস আগে সোশ্যাল মাধ্যমে এই পোস্ট করেছিলেন মহিলা। পোস্টটি তাঁর স্বামীরও নজরে পড়ে। প্রথমে এ নিয়ে দাম্পত্য কলহ আরও বেড়ে গেলেও পরে অবশ্য স্ত্রীর দাবি মেনে নিয়েছেন তিনি। আপডেট পোস্টে মহিলা জানিয়েছেন, সুখী দাম্পত্যের উদাহরণ গড়ে তুলতে স্বামী কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার তাঁকে দিয়ে দিয়েছেন। মানসিকভাবে শক্তি জোগানোর জন্য নেট নাগরিকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।