গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা মমতার।
শেষ আপডেট: 26th March 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ততায় ঠাসা কর্মসূচির মধ্যেও, মর্নিং ওয়াক কখনও বাদ দেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee London)। তা তিনি পৃথিবীর যে কোনও প্রান্তেই যান না কেন। সকালে উঠে হাঁটাহাঁটি করতেই হবে। সদলবলে হনহন করে হাঁটতে হাঁটতেই টুকটাক আলোচনাও সেরে নেন নানারকম।
আজ, বুধবার, লন্ডন সফরের চতুর্থ দিনেও তার বদল হল না। এদিন হোটেল থেকে বেরিয়ে, হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনস্টারে আসেন তাঁরা। সেখানে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছন। নীল রঙের কয়েকটি ফুল সংগ্রহ করে মূর্তির পায়ের নীচে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বাপুজি, কনস্টিটিউশনটাকে বাঁচিয়ে রেখো!’
দেখুন ভিডিও।
Mamata Banerjee London Tour | বাপুজি, সংবিধান রক্ষা করো: মমতা বন্দ্যোপাধ্যায়
— The Wall (@TheWallTweets) March 26, 2025
#MamataBanerjee #MamataBanerjeeLondonTour #LondonTours #TheWallNews pic.twitter.com/gCvxhwl3oa
এর পরে দেখা যায়, এদিন টেমসের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন তাঁরা, পাশ দিয়ে দেখা যাচ্ছে আইকনিক লন্ডনস আই। এদিন মমতার সঙ্গী ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। হাঁটতে হাঁটতে আঙুল দিয়ে একটা সুউচ্চ অট্টালিকা দেখালেন ডোনা, বললেন, ‘২৮ তলায় ওই যে দেখা যাচ্ছে জানলা, ওটাই আমাদের ফ্ল্যাট’। একথা শুনে মমতাও সৌজন্যের হাসি হাসেন।
চার দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি পৌঁছন লন্ডনে এবং বর্তমানে রয়েছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। এবারের সফরে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব ও নিরাপত্তা পরিচালক পীযূষ পাণ্ডে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।
এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে বৃহস্পতিবার— অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তাঁর ভাষণ, যার মূল বিষয় ‘সামাজিক উন্নয়ন’। বিশ্বজুড়ে আলোচিত মমতার এই উন্নয়ন মডেল সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অক্সফোর্ডের পড়ুয়াদের মধ্যে।