ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ নিজের সোশ্যাল মিডিয়ায় দু'মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ধরা পড়েছে জি৭ সম্মেলনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ মুহূর্ত।
দুই রাষ্ট্রনেতার ঠাট্টা
শেষ আপডেট: 19 June 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: জি৭ সম্মেলন (G7 Meet) মানেই কূটনীতির টানাপোড়েন, বিশ্ব অর্থনীতির আলোচনা, এবং গুরুত্বপূর্ণ বৈঠকের জটিল পরিকাঠামো। তবে এই রূঢ় পরিবেশের মধ্যেও কিছু মুহূর্ত হয়ে ওঠে প্রাণবন্ত। কানাডার কানানাস্কিসে এবারের জি৭ সম্মেলনে ঠিক এমনই এক দৃশ্য উঠে এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর (Macron) হাস্যরসের মধ্য দিয়ে।
ফরাসি প্রেসিডেন্ট (France President) ইমানুয়েল ম্যাক্রঁ নিজের সোশ্যাল মিডিয়ায় দু'মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ধরা পড়েছে জি৭ সম্মেলনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেখানেই রয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার এক অন্তরঙ্গ দৃশ্য।
ভিডিওয় দেখা যাচ্ছে, হাসিমুখে দু’জন করমর্দন করছেন। তারপর মোদী একঝলকে বলে ওঠেন, “আজকাল আপনিও তো টুইটারে যুদ্ধ করছেন দেখছি!” সঙ্গে সঙ্গে হেসে ফেলেন দুই রাষ্ট্রনেতা।
প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে ম্যাক্রঁকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ‘ডোকরা নন্দী’। এটি শুধুমাত্র শিল্পকর্ম নয়, বরং ভারতের প্রাচীন সংস্কৃতি ও আত্মিক বিশ্বাসের বহিঃপ্রকাশ। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ধাতুশিল্প ‘ডোকরা’ পদ্ধতিতে তৈরি এই নন্দী মূর্তি হল ধর্মীয় চেতনা, সৌন্দর্যবোধ ও কারুশিল্পের মিশেল।
ডোকরা শিল্পে লোস্ট-ওয়াক্স প্রযুক্তির মাধ্যমে তৈরি হয় এই ধাতব প্রতিমা। নন্দীর দেহে খোলা জালের মতো খোদাই, সূক্ষ্ম অলংকরণ এবং উজ্জ্বল লাল জিন বস্ত্র—সব মিলিয়ে এটি এক রাজকীয় শৈল্পিক নিদর্শন।
জি৭ সম্মেলনে এবছর ছিল প্রধানমন্ত্রী মোদীর পরপর ষষ্ঠবার অংশগ্রহণ, এবং কানাডায় তাঁর এক দশকের মধ্যে প্রথম সফর। সম্মেলনে ভারতের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক সহাবস্থানের প্রয়োজনীয়তা, দক্ষিণ গোলার্ধের দেশের সঙ্গে আরও গভীর সহযোগিতা, এবং প্রযুক্তি ও সন্ত্রাসবাদের মতো বৈশ্বিক ইস্যুতে সম্মিলিত অবস্থান।