শেষ আপডেট: 12th January 2025 09:40
দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বাড়ি পুড়ে ছাই। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সান্তাআনার দাবানল লেগে যায় ঝোড়ো হাওয়া থেকে। ক্ষতির পরিমান এখনও পর্যন্ত ১,২৯,২৯,৩২,৯১,৫৫,০০০ টাকা! ইতিমধ্যেই ১২ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। দাবানল কবে আয়ত্বে আসবে, তা এখনও পর্যন্ত বলা প্রায় অসম্ভব বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
প্যাসিফিক প্যালিসেডস, যা লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকের একটি অন্যতম অভিজাত এলাকা, সেখানে অনেক সেলিব্রিটিরও বাড়ি ছিল। এলাকাটি ছিল সবুজ, চারিদিকে সুন্দর বাগান, বিখ্যাত বুটিক এবং ক্যাফে দিয়ে সাজানো। কিন্তু এখন সেই এলাকা একেবারে বদলে গিয়েছে। তেমনই একটি ভিডিও শেয়ার করেছে রয়টার্স। তাদের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, যে রাস্তা একসময় সুন্দর ছিল, এখন তা যেন চেনাই দায়।
We compare footage from 10 months ago showing how Palisades Village and Pacific Palisades in Los Angeles have been reduced to rubble by the wildfires https://t.co/7Kqv43LKwW pic.twitter.com/VTB5dDfmKb
— Reuters (@Reuters) January 11, 2025
২০২৪ সালের মে মাসে, যখন ভিডিওটি রেকর্ড করা হয়েছিল, প্যালিসেডস ভিলেজ শপিং কমপ্লেক্সে একটি সাদা বিল্ডিংয়ে স্টারবাকস এবং কফি ভিদা ছিল। এখন সেই বিল্ডিংটি পুড়ে কালো হয়ে গিয়েছে, বাইরের পাম গাছগুলোর সবুজ পাতাও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্যাসিফিক প্যালিসেডস, আলটাডেনা এবং প্যাসাডেনা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল মঙ্গলবার থেকে শুরু হয়ে ২০,০০০ একর এলাকা ছড়িয়ে পড়েছে এবং শনিবার পর্যন্ত তা মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। এই এলাকায় এখন জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্যাসিফিক প্যালিসেডস প্রায় জনশূন্য হয়ে পড়েছিল, কয়েকজন দমকল কর্মী ছাড়া আর কেউ সেখানে ছিল না। কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বাড়তে পারে, কারণ উদ্ধার ও ত্রাণ কাজ চলছেই।