ফাইল ছবি।
শেষ আপডেট: 7th December 2024 07:29
দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় কর্মরত ভারতীয়দের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক।
শুক্রবার রাতে মন্ত্রকের তরফে এক বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, যাদের সামর্থ্য রয়েছে তাঁরা এখনই বিমান ধরে সিরিয়া থেকে দেশে ফিরুন। আর যাঁরা এখনই বিমানে করে ফেরার মতো অবস্থায় নেই, তাঁরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে করে প্রতি মুহূর্তে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন।
এ ব্যাপারে আটকে থাকা ভারতীয়দের সহায়তায় বিদেশ মন্ত্রকের তরফে একটি হেল্পলাইন নম্বর (+963 993385973) এবং ইমেল আইডি [email protected] শেয়ার করা হয়েছে। যেকোনও সমস্যায় সেদেশে থাকা ভারতীয়দের দূতাবাসের এই নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বস্তুত, গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিয়েছে। সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে বোমা, গুলির হামলায় ঝরছে রক্ত।
এদিকে কর্মসূত্রে বহু ভারতীয় সিরিয়ায় বসবাস করেন। তাঁদের নিয়েই উদ্বিগ্ন ভারত সরকার। এব্যাপারে শুক্রবার সন্ধেতে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছিলেন, সেদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ করবে সিরিয়ার ভারতীয় দূতাবাস। তারপরই গভীর রাতে বিদেশ মন্ত্রকের তরফে সিরিয়া ছাড়ার বিশেষ বার্তা দেওয়া হয়েছে।