শেষ আপডেট: 12th January 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ছেলে। তারপর এক ঘনিষ্ঠ সহযোগী। আর এবার লস্কর-ই-তৈবার ডেপুটি কম্যান্ডার। এক এক করে ২৬/১১-র মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর গোষ্ঠীর প্রধান হাফিজ সইদের দলের লোকজনের মৃত্যু হচ্ছে। এবার সেই তালিকায় নাম উঠেছে হাফিজের ডান হাত এবং লস্কর গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা হাফিজ আবদুল সালাম ভুট্টাভির। সে শুধু লস্করের প্রতিষ্ঠাতা সদস্যই ছিল না, লস্কর প্রধান তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম থাকা হাফিজ সইদের ডেপুটি ছিল সে। মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম। বস্তুত মুম্বই হামলার পরিকল্পনায় এই ভুট্টাভির মাথাই ছিল বেশি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদ দাবি করেছে, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে এই লস্কর জঙ্গি নেতার।
ভুট্টাভি বেঁচে আছে কিনা সে নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছিল। নানারকম ভুয়ো খবরও সামনে আসে। তবে এবার রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এক বছর আগেই অর্থাৎ ২০২৩ সালের মে মাসে মৃত্যু হয়েছিল মুম্বই হামলার মূল চক্রীর। তবে, কোনও গুলির লড়াই বা সংঘর্ষে তার মৃত্যু হয়নি। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ভুট্টাভির মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে মৃত্যু হয়েছে ভুট্টাভির। সে সময় নাকি সে পাকিস্তান সরকারের হেফাজতে ছিল। মুম্বই হামলার পরে ভুট্টাভিকে নাকি গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে তাকে ছেড়ে দেয় পাক সরকার। রাষ্ট্রপুঞ্জের তথ্য বলছে, ২০০২ সালের মাঝামাঝি, লাহোরে লস্করের সাংগঠনিক ঘাঁটি স্থাপনের দায়িত্বে ছিল ভুট্টাভি। লস্কর-ই-তৈবার সঙ্গে আল-কায়েদাকে যুক্ত করার চেষ্টাও করেছিল সে। ভুট্টাভির দায়িত্ব ছিল লস্কর গোষ্ঠীর নেটওয়ার্ক বাড়ানো।
লস্কর গোষ্ঠী তৈরিতে ভুট্টাভির অবদান কিছু কম ছিল না। লস্কর প্রধান হাফিজের অনুপস্থিতিতে জঙ্গি গোষ্ঠীর সম্পূর্ণ দায়িত্বভার সেই সামলাত। ভারতে একাধিক নাশকতামূলক হামলার ছক কষেছিল এই ভুট্টাভি। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল এই ভুট্টাভিই। লস্করের মাদ্রাসা নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে।
প্রসঙ্গত, বর্তমানে হাফিজ সইদ পাকিস্তানেই রয়েছে। তাকে ৭৮ বছরের কারাদণ্ড দিয়েছে পাক সরকার। হাফিজের শূন্যস্থানে এতদিন ভুট্টাভিই জঙ্গি গোষ্ঠীর কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছিল। তরুণদের মগজধোলাই করে জঙ্গিদলে নিয়ে আসার কাজ করছিল সে। ভুট্টাভির মৃত্যুতে লস্করের ভিত কিছুটা নড়বড়ে হল বলেই মনে করা হচ্ছে।