শেষ আপডেট: 12th July 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: মারাত্মক ঘটনা ঘটে গেল নেপালে। ধসের জেরে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। তাও আবার একটি নয়, দুটি। এই ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিখোঁজ। এই মুহূর্তে নেপালে ব্যাপক বৃষ্টি হচ্ছে। তার ফলেই এই ধসের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ ধসের কবলে পড়ে ত্রিশূলি নদীতে ভেসে গেছে দুটি বাস। নেপালের চিতোয়ান জেলার সিমালতাল এলাকায় নারায়ণঘাট-মাংলিং সড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ওই সড়কের ওপর দিয়ে বাস দুটি যাওয়ার সময়ই আচমকা ধস নামে। প্রবল বৃষ্টির মধ্যে ওই সময়ে কার্যত কিছুই করার ছিল না বাস চালকদের। নিমেষের মধ্যে দুটি বাস ছিটকে পড়ে নীচের উত্তাল ত্রিশূলি নদীতে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও এখনও কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারকারী দলের। অবিরাম বৃষ্টির জেরে নিখোঁজ বাসগুলির সন্ধান পেতে কার্যত নাজেহাল হতে হচ্ছে তাঁদের। তবে হাজারো প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ জারি রাখা হয়েছে। যদিও আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।
এদিকে আবহাওয়া ভীষণ খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়া অন্তত ২০০টির ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১০০০টির বেশি পরিবার।