শেষ আপডেট: 12th June 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: কুয়েতে একটি বেসরকারি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ৪৯ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ৪০ জনই ভারতীয়। সংবাদমাধ্যম অনমনোরমা এই খবর দিয়ে জানিয়েছে, ভারতীয়ের মধ্যে ৫ জন মালয়ালি, ২ জন কেরলের, একজন তামিলনাড়ু ও একজন উত্তরপ্রদেশের বাসিন্দা আছেন। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি সাতজন ভারতীয় সহ বহু বাসিন্দা মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।
সূত্রে জানা গিয়েছে, বুধবার কুয়েতের আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ ব্লকের একটি ৬ তলা বাড়িতে আগুন লাগে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ফাহাদ ইউসুফ আল সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের নির্দেশ দেন। বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। এক বার্তায় জানান, ভারতের রাষ্ট্রদূত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। আমরা জানতে পেরেছি ৪০ জনের মৃত্যু এবং ৫০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছেন। বিস্তারিত আরও খবরের জন্য অপেক্ষা করছি আমরা। ভারতীয় দূতাবাস সকলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির দিকে নজর দিয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি।
The fire mishap in Kuwait City is saddening. My thoughts are with all those who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest. The Indian Embassy in Kuwait is closely monitoring the situation and working with the authorities there to assist… https://t.co/cb7GHN6gmX
— Narendra Modi (@narendramodi) June 12, 2024
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত নাগাদ আগুন লাগে। এই বাড়িতে মূলত পরিযায়ী কর্মীরাই থাকতেন। আগুনের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী পৌঁছে যায়। এদিন বেলার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও অধিকাংশেরই ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে বলে অনুমান।
পুলিশ জানিয়েছে, ঘরের কাজের লোকদের আস্তানা ছিল এই বাড়িটি। সেখানে বহু গৃহস্থ কর্মী থাকতেন। অনেকের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে। কুয়েত সরকারের তরফে জানানো হয়েছে, বাড়িতে প্রায় ১৯৫ জনের মতো শ্রমিক বাস করতেন। কাছেপিঠের বাণিজ্যিক ও ঘরোয়া কাজের লোক ছিলেন তাঁরা। অধিকাংশই কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা। মালয়ালি ব্যবসায়ী কেজি আব্রাহামের এনবিটিসি গ্রুপের তৈরি বাড়িটি। ওই প্রতিষ্ঠানের সুপারমার্কেটের অনেক কর্মীও এখানে থাকতেন।
স্থানীয় টিভি চ্যানেলগুলো জানাচ্ছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ নীচের তলার একটি রান্নাঘর থেকে আগুন লাগে। মুহূর্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিদগ্ধদের স্থানীয় আদান, জাবের এবং মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে।