শেষ আপডেট: 8th January 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: লন্ডন পৌঁছলেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার দুপুরে হিথরো বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করে।
মঙ্গলবার গভীর রাতে ঢাকা থেকে উড়েছিল বিমানটি। বুধবার সকালে কাতারে যাত্রা বিরতি করে। পরে একটু আগে লন্ডনে পৌঁছেছে।
বিমানবন্দর থেকেই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে। সেখানে তাঁর চিকিৎসা হবে। বিমানবন্দরে আগে থেকে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়া। প্রায় সাড়ে আট বছর ধরে তিনি লন্ডনে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সাড়ে আট বছর পর বুধবার ব্রিটেনে মা ও ছেলের দেখা হয়। স্বভাবতই একটা আবেগঘন পরিবেশ তৈরি হয় বিমানবন্দর চত্বরে।
খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার পর নিয়ে যাওয়া হবে আমেরিকায়। খালেদা যে বিমানটি লন্ডন গিয়েছেন সেটি কাতারের রয়্যাল পরিবারের দেওয়া। এই বিমানটি অত্যাধুনিক চিকিৎসা সুবিধাযুক্ত এয়ারবাস। কাতারে যাত্রা বিরতির সময় খালেদার সঙ্গে দেখা করেন সেদেশের শীর্ষ আধিকারিকরা ও বাংলাদেশের হাই কমিশনার নজরুল ইসলাম।
খালেদা বহুদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। স্বভাবতই তাঁর বিদেশে চিকিৎসার দাবিটি ছিল বহু পুরনো। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাঁকে দুর্নীতির মামলা থেকে রেহাই দেওয়া হয়। তিনি ছিলেন মুক্ত। তারপর গত পাঁচ মাসে একাধিক বার তাঁর বিদেশে চিকিৎসার প্রসঙ্গ ওঠে। কিন্তু বারে বারেই তা পিছিয়ে যায়। অবশেষে মঙ্গলবার রাতে তিনি ঢাকা ছাড়েন।
ঢাকা থেকে তাঁর বিমানটি ওড়ার কথা ছিল রাত ১০ টায়। কিন্তু বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার পথে বিএনপি নেতা-কর্মীরা তাঁকে বিদায় শুভেচ্ছা জানান। যার ফলে তাঁর কনভয় বিমানবন্দরে অনেকটা দেরিতে পৌঁছয়। ফলে ঢাকা থেকে তাঁর বিমান ওড়ে মাঝরাতে। আর একটু আগে লন্ডনে পৌঁছন খালেদা।