শেষ আপডেট: 6th November 2024 22:42
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প। ২০ বছরে প্রথমবার রিপাবলিকান কোনও প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেতে চলেছেন তিনি। হোয়াইট হাউসে প্রত্যর্পণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আর তাঁর হোয়াইট হাইসে প্রত্যার্পণের সঙ্গেই উঠে আসছে কাশ প্যাটেলের নাম। গুঞ্জন শোনা যাচ্ছে, এই ভারতীয় বংশোদ্ভূতই হতে পারেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর প্রধান।
রেকর্ড ভোট নিয়ে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ফিরছেন, তা এতক্ষণে স্পষ্ট। তাঁর মন্ত্রিসভায় কে কে থাকছেন, সেদিকে তাকিয়ে প্রায় সকলে। গুরুত্বপূর্ণ পদে উঠে আসছে জ্যামি ডিমন, স্কট বেসেন্ত, জন পলসনদের নাম। একই সঙ্গে উঠে আসছে এই কাশ প্যাটেলের নামও।
কাশ প্যাটেল। পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। আমেরিকার প্রশাসনিক মহলে 'কাশ' নামেই খ্যাত। দীর্ঘদিন হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা পদে কাজ করেছেন। হোয়াইট হাউসেও এই প্রজন নয়। এর আগে ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিসম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বা এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন।
২০২০ সালে আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন কাশ। এই ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে আমাদের দেশের।
কাশের বাবা উগান্ডার ও মা তানজানিয়ার। তাঁর জন্ম নিউইয়র্কেই। কিন্তু তাঁর পরিবারের সঙ্গে যোগ রয়েছে গুজরাতের। ১৯৭০ সালে কানাডা থেকে আমেরিকায় যায় পরিবার। তারপর থেকে নিউইয়র্কেরই বাসিন্দা তাঁরা।
কাশ প্যাটেলের পড়াশোনাও নিউইয়র্কেই। পরে ফ্লোরিডা যান। সেখানে চাকরি জীবন শুরু করেন স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে। পরে আরও চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। তারপর ফেরেন ওয়াশিংটনে। সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে টেররিসম প্রসিকিউটর হিসেবে কাজ করেন।
জানা যাচ্ছে, সিআইএর প্রধান হিসেবে কাশের নাম ট্রাম্পকে অনেকেই বলেছেন। তবে, কোনও পদে কাউকে বসানোর আগে সেনেট থেকে তা পাশ হয়ে আসতে হয়। এখন সেনেটে কাশ প্যাটেল পাশ করেন কিনা সেটাই দেখার।