শেষ আপডেট: 9th September 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নির্বাচন। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দলীয় নেতৃত্ব বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে ভারতীয় বংশোদ্ভূত কমলার হ্যারিসের নাম ঘোষণা করেছে। বিরাট সমর্থন পাচ্ছেন তিনি। অনেকে মনে করছেন তাঁর ভারতীয় যোগ সমর্থন অনেকাংশে বাড়িয়েছে। এই ভারত নিয়েই এবার স্মৃতিচারণা করলেন কমলা। দাদু-ঠাকুমার সঙ্গে এদেশে কাটানো সময়ের গল্প ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
যেকোনও শিশুকে সঠিকভাবে গড়তে দাদু-ঠাকুমাদের বিরাট ভূমিকা থাকে। ন্যাশনাল গ্র্যান্ড পেরেন্টস ডে-তে সকল দাদু-ঠাকুমাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে একথা বলেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী। ভারতে থাকা তাঁর নিজের দাদু-ঠাকুমার কথাও শেয়ার করেন। দেশে এসে দাদুর সঙ্গে ভোরে হাঁটতে যাওয়ার গল্প উঠে আসে তাঁর কথায়।
তিনি বলেন, "আমার দাদু-ঠাকুমা ভারতে থাকত। আমরা ছোটোবেলায় যেতাম সেখানে। মনে পড়ে, দাদু আমাকে সকালে হাঁটতে নিয়ে বেরোতেন। সেখানে সমতার জন্য লড়াই বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিয়ে নানা আলোচনা হত। দাদু একজন সরকারি কর্মচারী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের শরিক ছিলেন তিনি।"
ঠাকুমাকে নিয়ে বলতে গিয়ে মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ উঠে আসে কমলার গলায়। বলেন, "আমার ঠাকুমা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতামূলক কাজ করেছেন ভারতে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি মহিলাদের বোঝাতেন।" তিনি আরও যোগ করেন, তাঁর দাদু-ঠাকুমা দেশের ভবিষ্যতের জন্য আন্দোলন করেছেন। নিজেদের দেশসেবায় নিয়োজিত করেছেন।
As a young girl visiting my grandparents in India, my grandfather took me on his morning walks, where he would discuss the importance of fighting for equality and fighting corruption. He was a retired civil servant who had been part of the movement to win India’s independence.… pic.twitter.com/vOpgtsomQN
— Kamala Harris (@KamalaHarris) September 8, 2024
প্রসঙ্গত, জুন মাসের শেষ পর্বে ট্রাম্পের সঙ্গে বাইডেনের প্রথম বিতর্কের পর ডেমোক্র্যাট দলের অন্দরে নানা প্রশ্ন ওঠে। বাইডেন কি শারীরিক ও মানসিকভাবে আগামী ৫ বছর এই পদ সামলাতে পারবেন? একথাও বলতে থাকেন অনেকে। তারপর জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান বাইডেন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হন। অগস্টের তৃতীয় সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে কমলার প্রার্থীপদ দলীয় অনুমোদন পায়।