শেষ আপডেট: 26th March 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে সেনা বিদ্রোহের শঙ্কা! নজিরবিহীনভাবে পাক সেনাপ্রধানকে ইস্তফা দিতে বললেন বাহিনীর নিচুতলার অফিসার থেকে জওয়ানরা। পাকিস্তানের সেনানায়ক আসিম মুনিরকে লেখা এক খোলা চিঠিতে বাহিনীর অফিসার ও জওয়ানরা দ্রুত ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি যদি ইস্তফা না দেন তাহলে উপযুক্ত জবাবের মুখোমুখি হওয়ার হুমকি দেওয়া হয়েছে মুনিরকে।
সিএনএন-নিউজ এইটটিন এই সংবাদ দিয়ে জানিয়েছে, মুনির সেনাবাহিনীকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার করে তুলেছেন। সেনাকে তিনি তাঁর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করছেন। চিঠিতে বলা হয়েছে, সেনানায়ক হয় ইস্তফা দিন। নয়তো ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকুন। চিঠিটি লিখেছেন, বাহিনীর অসংখ্য কর্নেল, মেজর, ক্যাপ্টেন ও জওয়ান।
মুনিরের নেতৃত্ব পাকিস্তানকে ১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধের কলঙ্কিত স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ তাঁদের। উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক হার হয়েছিল। যার দুঃখ ও ক্ষোভ এখনও মোছেনি পাক সেনাবাহিনীর ভিতর থেকে। চিঠিতে আরও লেখা হয়েছে, এটা কোনও আবেদন-নিবেদন নয়। আলোচনারও কোনও জায়গা নেই। ১৯৭১ সালের মতো এবার আর আমরা আপনাকে সেনাবাহিনীকে অন্ধকারে তলিয়ে যেতে দেব না।
মুনির রাজনৈতিক নেতাদের হয়ে সেনাবাহিনী দিয়ে বিরোধী মুখ বন্ধ করার কাজ করছেন। সাংবাদিকদের কণ্ঠরোধ করছেন। এবং গণতান্ত্রিক শক্তিকে পায়ের তলায় পিষে মারছেন। ২০২২ সালে ইমরান খানের অপসারণের সময়ের ঘটনা এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভোটের ঘটনার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে চিঠিতে। আপনি পাকিস্তান সশস্ত্র বাহিনীকে, দেশকে এবং আমাদের সম্মানকে টেনে নীচে নামিয়ে এনেছেন। আপনার সময় শেষ হয়ে এসেছে। এখনই ইস্তফা দিন। অথবা আমরা জোর করে আপনাকে গদি থেকে টেনে নামিয়ে আনব, বলা হয়েছে চিঠিতে।