বস্টনের ফেডারেল আদালত জানিয়েছে, আপাতত বিদেশি পড়ুয়াদের ভর্তিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বাধা দিতে পারবে না মার্কিন প্রশাসন।
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 23 May 2025 23:25
দ্য ওয়াল ব্যুরো: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আন্তর্জাতিক ছাত্র ভর্তিতে স্থগিতাদেশ ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। সেই ঘোষণার পরই ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা ফল পেল। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে মার্কিন আদালত (US Court)।
বস্টনের ফেডারেল আদালত জানিয়েছে, আপাতত বিদেশি পড়ুয়াদের ভর্তিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বাধা দিতে পারবে না মার্কিন প্রশাসন। পাশাপাশি বলা হয়েছে, পড়ুয়াদের ভিসাও বাতিল করা যাবে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের (DHS) তরফে জানানো হয়, হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। তাই বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ প্রথম থেকেই মানতে চায়নি।
যদিও বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার ছ’দফা শর্ত দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষকে। নির্দেশিকায় জানানো হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। কিন্তু কোনও শর্ত না মেনেই ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত এপ্রিলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাভার্ডকে 'জোক' বলে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিন, 'হার্ভার্ড আর কোনও কাজের শিক্ষাপ্রতিষ্ঠান নয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এদের থাকার প্রশ্নই ওঠে না।' তিনি তখনই হুমকি দিয়েছিলেন, রাজনৈতিক নজরদারি মেনে না চললে হার্ভার্ডকে সরকারি গবেষণার অর্থায়ন থেকে বঞ্চিত করা হবে এবং বিদেশি ছাত্র ভর্তি নিষিদ্ধ করা হবে। পরবর্তী ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। তবে আপাতত আদালতের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে গেল।