শেষ আপডেট: 11th September 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ভয়াবহ জঙ্গি হামলায় গুঁড়িয়ে যায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এক নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় টুইন টাওয়ার্স। সেই হামলার ২৩ বছর পূর্ণ হল সোমবার। আমেরিকার এই ঘটনায় ভিত কেঁপে যায় গোটা বিশ্বের।
প্রাণ যায় ৩ হাজারেরও বেশি মানুষের। তাই ১১ সেপ্টেম্বর দিনটিকে ‘কালো দিন’ হিসাবে আজও মনে রেখেছেন বিশ্বের মানুষ। ১৯৪১ সালে পার্ল হারবারে আমেরিকায় হামলা চালায় জাপান। এর ৬ দশক পরে ঘটেছিল ৯/১১।
আজ, বুধবার একাধিক সংবাদমাধ্যমে সেদিনের ভয়াবহ ঘটনার একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটি ক্যামেরাবন্দি করেন চিত্র সাংবাদিক বিল বিগার্ট। ছবিটিতে চোখ রাখলে দেখা যাবে ওই সাংবাদিক টুইন টাওয়ার্সের ধসে পড়া ধ্বংসাবশেষের একটি ভূতুড়ে ছবি তোলেন। দুঃখজনকভাবে এই ফ্রেমটিই তাঁর জীবনের তোলা শেষ সম্বল।
বুধবার সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। একজন সাংবাদিক ওই পরিস্থিতিতে পড়েও কীভাবে এত সুন্দর ও অর্থবহ ছবি তুলতে পারেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। ক্যাননের ডি ৩০ ক্যামেরায় মুহূর্ত ফ্রেমবন্দী করেছিলেন সাংবাদিক বিগার্ট। আজ ২৩ বছর পরও ওই ছবি একেবারে জীবন্ত। যদিও হামলার চারদিন পর ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা সাংবাদিকদের দেহ উদ্ধার করেন বলে খবর।
প্রতিবছরই এই দিনটিতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে জড়ো হন তাঁরা।