শেষ আপডেট: 14th November 2024 10:43
দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের পরই ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা দিয়েছিলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের। বুধবার তাঁর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক ঐতিহাসিক মুহূর্তের রচনা করল।
বাইডেন ট্রাম্পকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন ফোন করে। পরে ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে বলেছিলেন, 'আমার প্রশাসনকে আমি নির্দেশ দেব, যেন তারা শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে।' ঠিক চার বছর আগে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হয়নি মার্কিন মুলুকে। বরং ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন। ক্যাপিটাল হিংসায় উসকানির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। মনে করা হচ্ছে, সেই বিষয়টি মাথায় রেখেই এবার ট্রাম্পকে হালকা খোঁচা দিয়েছেন বাইডেন।
'তোমাকে আমার স্বাগত'। হোয়াইট হাউসে ট্রাম্পকে ডেকে নিয়ে এমনই বার্তা দিয়েছেন বাইডেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁদের দুজনের ছবিও দেখা গেছে যেখানে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন ট্রাম্প-বাইডেন। এই সাক্ষাৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য, 'রাজনীতি খুব কঠিন। অনেক সময়ই এই দুনিয়ায় তা ভাল জিনিস নয়। তবে আজ দুনিয়াটা ভাল, আমি সাধুবাদ জানাচ্ছি।' প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে শপথগ্রহণ করে হোয়াট হাউসে পা রাখবেন সদ্যনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনে ৮২ বছরের জো বাইডেন প্রার্থী হবেন বলে ঠিক করেও শেষে সরে আসেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে। মাস তিনেক আগে কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে দাঁড় করায় ডেমোক্র্যাটরা। ভোট পূর্ববর্তী সমীক্ষাগুলি থেকে মনে করা হয়েছিল, ট্রাম্প ও কমালার দ্বৈরথ হবে একেবারে কাঁটায় কাঁটায়। অনেক ক্ষেত্রে এগিয়েও ছিলেন কমলা। কিন্তু ভোটের ফলে তার প্রভাবই পড়েনি। বড় ব্যবধানেই কমলাকে হারিয়েছেন ট্রাম্প।
এতকিছুর পর নিজের দল এবং অনুগামীদের উদ্দেশে কমলা হ্যারিস বার্তা দিয়েছেন লড়াই না থামানোর। তাঁর কথায়, ''নির্বাচনে হেরে গেছি, তবে লড়াই থেকে সরে আসব না। আমেরিকার সকল মানুষের স্বাধীনতা, সুযোগ এবং সম্মানের জন্য লড়াই চালিয়ে যাব।'' কমলার বক্তব্য, সবথেকে বেশি অন্ধকারের পরই আলো দেখা যায়। এখন তাঁরা অন্ধকারে প্রবেশ করছেন ঠিকই, তবে আকাশের কোটি কোটি তারার মত আলোও ছড়িয়ে পড়বে শীঘ্র।