Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Japan Christmas Celebration

বড়দিন পালিত হয় না জাপানে, সেখানে আজ ভালবাসার দিন! নেপথ্য কারণ জানলে অবাক হবেন

জাপানের কাছে এই দিনটার গুরুত্ব একেবারেই আলাদা।

বড়দিন পালিত হয় না জাপানে, সেখানে আজ ভালবাসার দিন! নেপথ্য কারণ জানলে অবাক হবেন

জাপানে আজ ভালবাসার দিন

শেষ আপডেট: 25 December 2024 11:10

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বড়দিন। সারা বিশ্বে পালিত হচ্ছে ক্রিসমাস। সকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের উৎসবে মেতে ওঠার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। সে ভারত হোক বা লন্ডন, প্যারিস হোক বা অস্ট্রেলিয়া সব জায়গায় এদিন উৎসবের আমেজ। তবে বড়দিনের আমেজ একেবারে আলাদা জাপানে। দেশটির মানুষদের কাছে ক্রিসমাস অত্যন্ত রোম্যান্টিক একটা দিন।

ভাবছেন তো, বড়দিন আবার নির্দিষ্ট করে প্রেমের দিন হয় নাকি! সে তো ১৪ ফেব্রুয়ারি। কিন্তু জাপানের মানুষের কাছে এই দিনটার গুরুত্ব অনেকটাই আলাদা। আজ সেখানে দ্বিতীয় ভালবাসার দিন। সকাল থেকেই প্রিয় মানুষকে নিয়ে সেখানকার বিভিন্ন রেস্তরাঁয় হাজির হচ্ছেন যুবক-যুবতীরা। বড়দিনের মতো ধর্মীয় উৎসবকে কিছুটা হলেও একটু দূরে রেখে এই দিনটিতে ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারাটা সে দেশের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই ক্রিসমাসে আলোয় আলোয় সেজে উঠেছে জাপানের বিভিন্ন শহরের আলিগলি ও ঘরবাড়ি।

কেন এমন নিয়ম?

জানা গেছে, জাপানের যুবক-যুবতীরা বিয়ে না হওয়া পর্যন্ত তাঁদের বাবা-মায়ের প্রতি সম্মান জানায়। কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে থাকলেও কখনও তাঁকে বিয়ের আগে বাড়িতে এনে সময় কাটানোর রীতি নেই। বড়দিনেই, বলা যায় অফিসিয়ালি ভালবাসার মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর দিন। বড়দিনকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন রেস্তোরাঁয় এলাহি পদের আয়োজন করা হয়।  

পাশাপাশি এ দিনের জন্য বিশেষভাবে চকোলেট ও গয়নার উপর বিশেষ ছাড় দেন ব্যবসায়ীরা। একে অপরকে উপহার দেওয়ার পাশাপাশি মনের কথা শেয়ার করে। গড়ে ওঠে নতুন সম্পর্ক। বিশেষ করে সন্ধের পর থেকেই সেখানে যুবক-যুবতীদের ভিড় বাড়তে থাকে।

সোশ্যাল মিডিয়ায় সেখানকার বহু যুবক-যুবতী বিশেষ দিনটির সুন্দর বর্ণনা দিয়েছেন। একজন নেটাগরিক লেখেন, এই ক্রিসমাস তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়ফ্রেন্ডের সঙ্গে টোকিওর সেরা ডেটিং স্পটে ঘুরে বেরানোর পরিকল্পনা তাঁদের রয়েছে।

আরেকজন লিখেছেন, ক্রিসমাসের সকালেই প্রিয়জনকে নিয়ে চকচকে আলোর ডিসপ্লে দেখতে একটি ক্রিসমাস মার্কেটে যাওয়ার কথা রয়েছে। বান্ধবীর সাথে রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার কথাও রয়েছে এই দিনটির জন্য উৎসাহিত।

বড়দিন মানে যিশুর কাছে প্রার্থনার দিন। সেই উপলক্ষেই সেজে ওঠে বিশ্বের প্রতিটি প্রান্ত। কিন্তু জাপানে, বহু বছর ধরেই ক্রিসমাস একটি ভিন্ন মাত্রা যোগ করেআজ জাপানিদের কাছে ভালবাসার দিন।


ভিডিও স্টোরি