শেষ আপডেট: 26th December 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়। ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার নাটের গুরু মাসুদ আফগানিস্তানের খোস্ত প্রদেশে অসুস্থ হয়ে পড়ে বলে খবর। পরে তাকে তড়িঘড়ি পাকিস্তানের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের ঘাপটি থাকার সময়েই তার হার্ট অ্যাটাক হয়েছে। সেখানে থেকে সড়কপথে তাকে দ্রুত পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। গোরবেজ এলাকা দিয়ে মাসুদ আফগানিস্তানে গিয়েছিল। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তাকে করাচির কম্বাইনড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবর পেয়েই ইসলামাবাদ থেকে কার্ডিওলজিস্টরা তাকে দেখার জন্য রওনা দিয়েছেন। তাকে দ্রুত রাওয়ালপিন্ডির সবথেকে বড় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।
মাসুদ আজহার ২০০১ সালে সংসদে জঙ্গি হানায় অন্যতম নাটের গুরু ছিল। আই-৮১৪ বিমান ছিনতাইয়ের পর যাত্রীদের বাঁচাতে ১৯৯৯ সালে তাকে মুক্তি দেওয়া হয়। ২০১৯ সালে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেয় রাষ্ট্রসঙ্ঘ। তার বিরুদ্ধে বিশ্বের বহু দেশে অভিযোগ রয়েছে। ভারতেও একাধিক মামলায় মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে এই জয়েশ প্রধান।