শেষ আপডেট: 21st March 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: ডিপফেক ভিডিও নিয়ে চিন্তা বেড়েছিল ভারতে। অভিনেত্রী রশ্মিকা মান্দানা থেকে শুরু করে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ একাধিক তারকা এর শিকার হন। তবে শুধু ভারত নয়, ডিপফেক নিয়ে সমস্যায় গোটা বিশ্ব। সম্প্রতি এর শিকার হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বেশ কয়েকটি ভিডিওতে তাঁর মুখ ব্যবহার করে অ্যাডাল্ট সাইটে আপলোড করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যাডাল্ট সাইটে মেলোনির ছবি ব্যবহার করে একাধিক ভিডিও আপলোড করে দুই ব্যক্তি। মাসের পর মাস সেই ভিডিও থেকে উপার্জন করেছে তারা! সম্প্রতি এই বিষয়টি সামনে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি করেছেন মেলোনি। পাশাপাশি ১ লক্ষ ইউরোর ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।
এই ঘটনায় মেলোনি যাদের বিরুদ্ধে মূল অভিযোগ করেছেন তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। মেলোনি ইতালির প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকে তাঁরা এই কাজ করে আসছে বলে দাবি। দুজনের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করে ওই টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। যদিও ক্ষতিপূরণের টাকা পেলে সেটা তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না বলেই জানিয়েছেন মেলোনির আইনজীবী। তিনি জানান, সেই অর্থ পুরুষের হিংসার শিকার এমন মহিলাদের জন্য তৈরি তহবিলে দান করে দেওয়া হবে।
মনে করা হয়, ২০২২ সালের অক্টোবর মাসে ইতালির নতুন যুগের সূচনা হয়েছে। প্রথম কারণ, মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর প্রথমবার সে দেশে দক্ষিণপন্থী সরকার তৈরি হয়। দ্বিতীয়, প্রথম মহিলা প্রধানমন্ত্রী পায় দেশ। জোট সরকার আস্থা হারানোর পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মারিও দ্রাঘি। এরপর নির্বাচনী ময়দানে নেমে জয়লাভ করেন জর্জিয়া মেলোনি। প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করেন।
রাজনৈতিক ইনিংস শুরু করার পর ব্যক্তিগত জীবনে ধাক্কা খান জর্জিয়া মেলোনি। ডিভোর্স হয়ে যায় তাঁর। ২০২৩ সালের শেষের দিকে স্বামীর সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি ঘোষণা করেন তিনি। মেলোনির স্বামীর বিরুদ্ধে যৌনতা নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল।
গত বছরই ডিসেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মেলোনির অন্য একটি ছবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলেছিলেন তিনি। নেটমাধ্যম সেই ছবির নাম দিয়েছিল ‘মেলোডি’। দুবাইয়ে জি-২০ সম্মেলনের সময়ই এই ছবি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।