আমেরিকা এমন আচরণ করছে, যেখানে পরবর্তী ধাপের আলোচনার গুরুত্বই নিষ্ফলা হয়ে গিয়েছে।
ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: 14 June 2025 06:26
দ্য ওয়াল ব্যুরো: যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কথা ছিল, আচমকা ইজরায়েলি হানায় সেই গুরুত্বপূর্ণ বৈঠকটিই ভেস্তে যেতে বসেছে। ইজরায়েলের অপারেশন রাইজিং লায়নের বদলায় ইরানের অপারেশন ট্রু প্রমিস শুরু হওয়ার পর আমেরিকার সঙ্গে আলোচনার আর প্রয়োজন আছে বলে মনে করে না তেহরানের প্রশাসন। তারা জানিয়েছে, এই পরিস্থিতি আলোচনা ‘অর্থহীন’। কারণ, সিয়া মুসলিম রাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু ইহুদি রাষ্ট্রের এই হামলায় আমেরিকার প্রত্যক্ষ মদত রয়েছে। এমনকী তারপরেও চুক্তি সই করতে আলোচনার আগেই ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেশের বিদেশ মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তৃতীয় পক্ষ আমেরিকা এমন আচরণ করছে, যেখানে পরবর্তী ধাপের আলোচনার গুরুত্বই নিষ্ফলা হয়ে গিয়েছে। একইসঙ্গে আলোচনা ও ইরানের বুকে হামলার জন্য ইহুদি শাসকদের উসকানি দেওয়ার কাজ চলতে পারে না। তিনি আরও বলেন, হামলার বিষয়ে ইজরায়েল কূটনৈতিকভাবে আমেরিকাকে রাজি করিয়েছে। এছাড়াও ওয়াশিংটনের প্রত্যক্ষ সম্মতি ছাড়া বেঞ্জামিন নেতানিয়াহুর এটা করার ক্ষমতা হতো না।
প্রসঙ্গত, আমেরিকা-ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা আগামী রবিবার, ওমানের রাজধানী ম্যাসকটে। তবে এখন ধারণা করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিতে আদৌ এই বৈঠক সম্ভবপর হয়ে উঠবে কিনা। যদিও ওমান কর্তৃপক্ষ দুপক্ষই সংযমের সঙ্গে আলোচনার টেবিলে বসার এবং মধ্যস্থতায় রাজি রয়েছে।
এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের সমর্থন জানিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। হামাসের শীর্ষস্তরের নেতা ইজ্জত আল-রিশেক ইরানের সফল প্রতি আক্রমণের বিরাট প্রশংসা করেন। ইজরায়েলের ঢাকঢোল পেটানো আয়রন ডোম এবং ডেভিড’স স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেমের নাক কেটে দিয়েছে ইরান। একটি বিবৃতিতে তাঁর দাবি, ইজরায়েলের অত্যাধুনিক বলে প্রচার করা গালভরা গালগপ্প পুরোপুরি মুখ থুবড়ে ফেলে দিয়েছে ইরানি হামলা। ইহুদি রাষ্ট্র এই তাবৎ অঞ্চলে যে দেশলাই কাঠি জ্বেলেছিল, আজ তারই আগুনে জ্বলছে।