ফাঁকা আওয়াজ নয়। ইজরায়েলকে কড়া জবাব দিচ্ছে ইরান।
ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিবের একটি ভবন।
শেষ আপডেট: 14 June 2025 04:53
দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা আওয়াজ নয়। ইজরায়েলকে কড়া জবাব দিচ্ছে ইরান। ইজরায়েলের জগৎ বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে রাজধানী তেল আবিরের বেশ কিছু জায়গায় আঘাত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। শনিবার ভোর রাতে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। সঙ্গী হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইজরাইল কাৎজ। সেখান থেকে পরিস্থিতি পর্যালোচনা করছেন তারা।
তবে ইতিমধ্যে ইজরায়েল বড় ধাক্কা খেয়ে গিয়েছে ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীকেও রক্ষা করতে পারেনি। পরিস্থিতি যে ভয়াবহ এবং ইজরায়েলের অনুকূলে নয় তা আঁচ করে পশ্চিমি দুনিয়া সক্রিয় হয়ে উঠেছে। ইরানকে সংযত হওয়ার বার্তা আসতে শুরু করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি প্রমুখ আর্জি জানিয়ে বিবৃতি দিয়েছেন। সংযত হওয়ার আর্জি জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিয় গুতেরেসও।
শুক্রবার রাতেই ইরান ঘোষণা করে তারা ইজরায়েলের ঘুম কেড়ে নেবে। এর কয়েক ঘণ্টা পরই হামলা শুরু হয়। রাতের নিস্তব্ধদা ভেদ করে ঘন ঘন বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। ইরানের তেহরানের মতো তেল আবিব থেকেও মানুষ অন্যত্র চলে যাওয়া শুরু করেছে। নেতানিয়াহুর প্রশাসন মানুষকে নিরাপদ স্থান বেছে নিতে বলেছে। তেল আবিবের আশপাশের এলাকায় হামলা হওয়ায় নিরাপদ স্থান নির্ধারণ নিয়েও মানুষ চিন্তায় পড়েছে। বিমান পরিষেবা বন্ধ থাকায় ভিন্ন প্রদেশে চলে যাওয়ার সুযোগ নেই। একাধিক শহরে ইরানি ক্ষেপণাস্ত্র এখনও হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানের হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এরই মধ্যে ভিড় উপচে পড়ছে দোকান-বাজারে। মানুষ নিত্যপণ্য সংগ্রহ করা শুরু করেছে। বাজারে ইতিমধ্যে বোতলের জলের অভাব দেখা দিয়েছে।
বেশ কয়েক ঘণ্টা নীরব থাকার পর একটু আগে ইজরায়েলের সেনা বাহিনী স্বীকার করেছে তেল আবিবের বেশ কিছু ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে হতাতের সংখ্যা নিয়ে ইজরায়েলি বাহিনী নীরব। তবে একাধিক সংবাদ সংস্থা পুলিশ ও সেনাকে উদ্ধৃত করে একজন মহিলার মারা যাওয়ার কথা নিশ্চিত করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র, যার অনেকগুলি আটকাতে ব্যর্থ ইজরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাল্টা হামলা নিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতি ‘সংযম’ দেখাতে বলাটা ‘অযৌক্তিক’ কথা। এর আগে ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন ইরানের ওই মন্ত্রী। মনে করা হচ্ছে ল্যামি তাঁকে পাল্টা হামলা বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন। তারই জবাবে তিনি ‘সংযম’-এর প্রস্তাবকে অবাস্তব, অযৌক্তিক বলেছেন। তাঁর কথায়, ইজরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।