ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
শেষ আপডেট: 7th April 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: শুল্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে আলোচনা করতে বিশ্বের বহু রাষ্ট্রনেতা আমেরিকা (America) পাড়ি দিচ্ছেন। আমেরিকা অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করায় বিপাকে পড়েছে ইজরায়েলও।
সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গিয়েছেন। তবে তেল আবিব থেকে অতিরিক্ত ৪০০ কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছায় তাঁর বিমান। ইজরায়েলি মিডিয়া জানিয়েছে, গ্রেফতারের ভয়ে বেশ কিছু দেশের আকাশসীমা এড়াতেই এই সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।
প্যালেস্টাইনে মানবতা বিরোধী যুদ্ধ পরিস্থিতি চাপিয়ে দেওয়ায় গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court)। ইউক্রেনের (Ukraine) উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। পুতিন একপ্রকার বিদেশ সফর বন্ধ রেখেছেন। আন্তর্জাতিক মঞ্চের বৈঠকে যোগ দিচ্ছেন ভার্চুয়াল মাধ্যমে।
নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যে কোনও দেশ গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।
সেই তালিকায় হাঙ্গেরি থাকলেও তারা গ্রেফতারির পথে হাঁটেনি। উল্টে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিমানে তেল ভরে দিয়েছে। কিন্তু বাকি যাত্রাপথে থাকা আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ইজরায়েল সরকারের আশঙ্কা ছিল। সেই কারণেই অতিরিক্ত পথ অতিক্রম করে আমেরিকা পৌঁছান নেতানিয়াহু।