শেষ আপডেট: 5th November 2023 19:31
দ্য ওয়াল ব্যুরো: এবার কি গাজায় পরমাণু বোমা ফেলবে ইজরায়েল? সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক (হেরিটেজ) মন্ত্রী আমিহাই এলিয়াহু। আর তাঁর দাবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কে জল ঢালতে আসরে নামেন স্বয়ং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রীর এই সম্ভাবনার কথা পত্রপাঠ উড়িয়ে দিয়েছেন তিনি।
হামাসের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত করেছে ইজরায়েলের সেনা। হামাসকে একেবারে নিঃশেষ করে ফেলার ডাক দিয়েছেন নেতানিয়াহু। গাজার ভূখণ্ডে ঢুকে অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। আর এই পরিস্থিতিতে একটি রেডিয়ো সাক্ষাৎকারে ইজরায়েলের মন্ত্রী আমিহাই এলিয়াহু বলেন, “ইজ়রায়েলের কাছে একটি সম্ভাব্য বিকল্প হল গাজায় পরমাণু বোমা ফেলা।” নেতানিয়াহু অবশ্য তাঁর মন্ত্রিসভার সদস্যের পরমাণু বোমা সংক্রান্ত দাবিকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন।
মন্ত্রীর এই মন্তব্যের পরে তুমুল নিন্দায় সরব হয়েছেন ইজরায়েলের বিরোধীরাও। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। যেখানে নেতানিয়াহু জানান, “মন্ত্রী আমিহাই এলিয়াহুর বক্তব্য বাস্তবের সঙ্গে সম্পর্কহীন।” একই সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য, সাধারণ নির্দোষ মানুষের যেন কোনও ক্ষতি না হয় সেজন্য ইজরায়েলের সেনা বরাবরই চেষ্টা করে চলেছে। এই যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত এভাবেই সংগ্রাম চলবে।
এদিকে ইজরায়েলের মন্ত্রীর 'বেফাঁস' মন্তব্যকে ঘিরে তাঁর পদত্যাগও দাবি করেছে বিরোধীরা। তবে বিতর্কের মধ্যেই ওই মন্ত্রীর সাফাই, আক্ষরিক অর্থে মোটেও বোমা ফেলার কথা বলেননি তিনি। তবে সন্ত্রাসবাদ একেবারে মেনে নেওয়া যায় না। সন্ত্রাসের পাল্টা শক্ত জবাব দিতে হবে।