শেষ আপডেট: 21st October 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবারই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর আগের মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল। ইজরায়েলের সামরিক বাহিনীর ড্রোন ক্যামেরায় ধরা পড়েছিল ভয়াবহ সেই মুহূর্ত। তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর ফুটেজ।
ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে একটি বাঙ্কারের ভিডিও প্রকাশ করা হয়েছে। বাঙ্কারটি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। এক ঝলকে দেখলে সেটিকে অভিজাত কোনও হোটেল বা বাংলো ভেবেও ভুল করতে পারেন। পাশাপাশি সিনওয়ারের স্ত্রীর কাছে ২৭ লক্ষ টাকার ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করেও হইচই পড়ে যায়।
কিন্তু বাঙ্কারটিতে কি নেই? সেখানে যেমন রয়েছে সুসজ্জিত রান্নাঘর, একাধিক বাথরুম। তেমনই স্নানের জন্য একাধিক উন্নত মানের শাওয়ারের ছবি সামনে এসেছে। পাশাপাশি বাঙ্কার থেকে প্রচুর পরিমাণ নগদ উদ্ধার হয়েছে বলে খবর। টাকার ছবি ইতিমধ্যে সামনে এসেছে।
বাঙ্কারটিতে নজর কেড়েছে, তা হল একাধিক খাবারের প্যাকেট। সেখানে চাল, ডাল, নুন, তেলের মতো একাধিক প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। কিন্তু প্রতিটি খাবারের প্যাকেটেই রয়েছে প্যালেস্টাইনের শরণার্থীদের সংস্থা, ইউএনআরডব্লুএ-র লোগো।
The IDF has released footage showing their entry into Sinwar’s bunker, where UNWRA bags and millions of shekels were found.
— David Saranga (@DavidSaranga) October 20, 2024
Sinwar and other Hamas leaders have been siphoning billions from the people of Gaza, allegedly with @UNWRA’s involvement.
pic.twitter.com/ZRcr5UWKmF
সূত্রের খবর, মৃত্যুর আগে সিনওয়ার ৬১ জনকে নিয়ে বাঙ্কারটিতে আশ্রয় নিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে রেশন সামগ্রীর যে ব্যাগগুলি মিলেছে তা থেকেই স্পষ্ট হামাস একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে চুরি করে গাজার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
সম্প্রতি বাঙ্কারটি পরিদর্শনে যান আইডিএফের এক সেনা। সেখানে ঘুরে দেখার পাশাপাশি কোথায় কী রয়েছে তার খুঁটিনাটি তুলে ধরেন।
প্রাথমিকভাবে হামাস প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করা না গেলেও পরে ডিএনএ পরীক্ষার পরেই সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সরকারিভাবে বিবৃতি দিয়ে সিনওয়ারের মৃত্যুর দাবি করেন ইজরায়েলের বিদেশমন্ত্রী। সম্প্রতি দক্ষিণ গাজায় অভিযান চালিয়েছিল আইডিএফ। তাতেই তিন জন হামাস নেতার মৃত্যু হয়েছে বলে দাবি। তার মধ্যেই একজন হামাস প্রধান সিনওয়ার।