Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Indian Students

ইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা

বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের উপর ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই সেখানকার ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে যোগাযোগ করে।

ইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2025 02:57

দ্য ওয়াল ব্যুরো: দেশে ফিরে আসতে চাইছেন ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা (Indian Students studying in Iran)। বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের (Teheran) উপর ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার (missile attack by Isreal) পর থেকেই সেখানকার ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে (Indian embassy in Teheran) যোগাযোগ করে। দূতবাস কর্তৃপক্ষ দেশে ফেরানোর ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেনি বলে পড়ুয়াদের বক্তব্য। ভারতীয় দূতাবাস ছাত্রদের বলেছে, মেল করে নাম এবং স্থানীয় ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানিয়ে রাখতে।

একাধিক সুত্র থেকে জানা গিয়েছে, ইরানে পড়তে যাওয়া পড়ুয়াদের বেশিরভাগই এমবিবিএস পড়ছে। জন্মু-কাশ্মীরের পড়ুয়া তাবিয়া জোহরা তেহরান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মেডিক্যাল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তাঁর বক্তব্য, ইজরায়েলের হামলার পর অনেকেই তেহরান ছেড়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেলে এসে পড়ুয়াদের পরামর্শ দিয়ে গিয়েছে ক্যাম্পাসের বাইরে না যেতে। কিন্তু বিস্ফোরণে যেভাবে হস্টেল বিল্ডিং কেঁপে ওঠে তাতে আর স্থির থাকা যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা নামার পর ফের ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

এদিকে, তেহরানের আকাশ পথও এখন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে ইজরায়েলি হামলার পর থেকেই সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়েছে। তেহরানের আকাশ অনিরাপদ ঘোষণা করেছে ইরান। তেহরান ছাড়াও ইরানের আরও কিছু শহরে ভারতীয়রা পড়তে যায়। মেডিক্যাল ছাড়াও ইঞ্জিনিয়ারিং, বায়ো কেমিস্ট্রি, সিনেমা তৈরি, ইসলামিক ইতিহাসের মতো বিষয়েও পড়তে যায় ভারতীয়রা।

উত্তর প্রদেশের আজমগড়ের পড়ুয়া আলিয়া রিজভি ২০২৩ থেকে তেহরানে আছেন। তিনিও এমবিবিএস পড়ছেন। তিনি জানান, তেহরানের ভারতীয় দূতবাসে গিয়ে নাম এবং স্থানীয় ঠিকানা লিখিয়ে দিয়ে এসেছি। দূতাবাস কর্তৃপক্ষও সাবধানে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু স্বস্তিতে থাকার মতো পরিস্থিতি নেই।

পরিস্থিতি আঁচ করে জন্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে অনুরোধ করেছে ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে। কারণ, ইজরায়েল-ইরান বিবাদ সহজে মিটবে বলে মনে করছে না কোনও পক্ষই।


ভিডিও স্টোরি