বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের উপর ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই সেখানকার ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে যোগাযোগ করে।
ফাইল ছবি।
শেষ আপডেট: 14 June 2025 02:57
দ্য ওয়াল ব্যুরো: দেশে ফিরে আসতে চাইছেন ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা (Indian Students studying in Iran)। বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের (Teheran) উপর ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার (missile attack by Isreal) পর থেকেই সেখানকার ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে (Indian embassy in Teheran) যোগাযোগ করে। দূতবাস কর্তৃপক্ষ দেশে ফেরানোর ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেনি বলে পড়ুয়াদের বক্তব্য। ভারতীয় দূতাবাস ছাত্রদের বলেছে, মেল করে নাম এবং স্থানীয় ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানিয়ে রাখতে।
একাধিক সুত্র থেকে জানা গিয়েছে, ইরানে পড়তে যাওয়া পড়ুয়াদের বেশিরভাগই এমবিবিএস পড়ছে। জন্মু-কাশ্মীরের পড়ুয়া তাবিয়া জোহরা তেহরান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মেডিক্যাল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তাঁর বক্তব্য, ইজরায়েলের হামলার পর অনেকেই তেহরান ছেড়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেলে এসে পড়ুয়াদের পরামর্শ দিয়ে গিয়েছে ক্যাম্পাসের বাইরে না যেতে। কিন্তু বিস্ফোরণে যেভাবে হস্টেল বিল্ডিং কেঁপে ওঠে তাতে আর স্থির থাকা যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা নামার পর ফের ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
এদিকে, তেহরানের আকাশ পথও এখন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে ইজরায়েলি হামলার পর থেকেই সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়েছে। তেহরানের আকাশ অনিরাপদ ঘোষণা করেছে ইরান। তেহরান ছাড়াও ইরানের আরও কিছু শহরে ভারতীয়রা পড়তে যায়। মেডিক্যাল ছাড়াও ইঞ্জিনিয়ারিং, বায়ো কেমিস্ট্রি, সিনেমা তৈরি, ইসলামিক ইতিহাসের মতো বিষয়েও পড়তে যায় ভারতীয়রা।
উত্তর প্রদেশের আজমগড়ের পড়ুয়া আলিয়া রিজভি ২০২৩ থেকে তেহরানে আছেন। তিনিও এমবিবিএস পড়ছেন। তিনি জানান, তেহরানের ভারতীয় দূতবাসে গিয়ে নাম এবং স্থানীয় ঠিকানা লিখিয়ে দিয়ে এসেছি। দূতাবাস কর্তৃপক্ষও সাবধানে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু স্বস্তিতে থাকার মতো পরিস্থিতি নেই।
পরিস্থিতি আঁচ করে জন্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে অনুরোধ করেছে ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে। কারণ, ইজরায়েল-ইরান বিবাদ সহজে মিটবে বলে মনে করছে না কোনও পক্ষই।