শেষ আপডেট: 30th September 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: বিমান হামলার আগেই হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার গতিবিধির খুঁটিনাটি ইজরায়েলের হাতে তুলে দেয় ইরানের এক গুপ্তচর। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে ইজরায়েল বিমান হামলা চালায় বলে অভিযোগ। তখন মাটির ৬০ ফুট গভীরে গোপন ডেরায় হিজবুল্লা প্রধান বৈঠকে বসেছিলেন বলে খবর। গোপন সূত্রে খবর পেয়েই এক মুহূর্ত দেরি করেনি ইজরায়েল। মুহুর্মুহু হামলা চালিয়ে হিজবুল্লার ডেরা ধ্বংস করে দেওয়া হয়।
রবিবারই সংবাদ সংস্থা সূত্রে খবর মিলেছিল বেইরুটের দক্ষিণে হিজবুল্লা প্রধানের দেহ উদ্ধার হয়েছে এবং তা অক্ষত অবস্থায় রয়েছে। ইজরায়েলের হামলার ঘটনার পর থেকেই খুঁজেই পাওয়া যাচ্ছিল না হাসান নাসরাল্লাকে। শনিবার হিজবুল্লা প্রধানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কীভাবে, কোথায় নাসরাল্লার মৃত্যু হয়েছে তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে।
ফ্রান্সের সংবাদ সংস্থা সূত্রে খবর, নাসরাল্লাকে খুনের পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রতিশোধই একমাত্র রাস্তা। হিজবুল্লা প্রধানকে ‘শহিদ’ উল্লেখ করে ইতিমধ্যে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ইরানের গুপ্তচর ইজরায়েলকে শুক্রবারই বেইরুটে হিজবুল্লার সদর দফতরে নাসরাল্লার গোপন বৈঠক সম্পর্কে সমস্ত গোপন তথ্য জানিয়ে দেন।
হিজবুল্লা প্রধান মাটির নিচে প্রায় ৬০ ফুট গভীরে গোপন দফতরে ঢুকতেই বিমান হামলা চালায় ইজরায়েল। সূত্রের খবর, বাঙ্কার ধবংস করতে ৮২ টন ওজনের বোমা ব্যবহার করা হয়। মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয় হিজবুল্লার ডেরা।