সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, তেহরানের উত্তর-পূর্বে তাজরিশ এলাকার কাছাকাছি ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য।
শেষ আপডেট: 18 June 2025 02:36
দ্য ওয়াল ব্যুরো: পাঁচদিন ধরে ইরানের (Iran) বিরুদ্ধে একটানা হামলা চালাচ্ছে ইজরায়েল। এই চলমান সংঘর্ষ (Iran Israel Conflict) ষষ্ঠ দিনে পড়ল বুধবার। এর মধ্যেই ইজরায়েলি সেনাবাহিনী নতুন করে আঘাত হানল ইরানের রাজধানী তেহরানে। লক্ষ্য ছিল আশপাশের তেল শোধনাগার ও জ্বালানির গুদাম।
মধ্যপ্রাচ্যের উত্তাপ ক্রমশ বাড়ছে। সংঘাত এখন যে ভয়াবহ রূপ নিচ্ছে, তাতে ইঙ্গিত মিলছে পরবর্তী উত্তেজনার।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ইজরায়েলি বাহিনীর মুখপাত্র এদিন তেহরানের একটি নির্দিষ্ট অঞ্চলে বাসিন্দাদের জন্য এলাকা ছাড়ার সতর্কবার্তা জারি করার কিছুক্ষণের মধ্যেই এই হামলা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, তেহরানের উত্তর-পূর্বে তাজরিশ এলাকার কাছাকাছি ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। ওই আগুন অনেক দূর থেকেও দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইজরায়েলি সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে ইরান অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে ইজরায়েলের দিকে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে তেল আভিভ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
দু’দেশের তরফেই বারবার স্পষ্ট করে জানানো হয়েছে, এই সংঘাত আরও তীব্র হতে চলেছে। টানা পাঁচদিন ধরে একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হানছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।
ওয়াশিংটনে মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দীর্ঘ এক বৈঠক করেন। ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আমেরিকার সম্ভাব্য ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বৈঠকের পর ট্রাম্প ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। হোয়াইট হাউস সূত্রের খবর, আমেরিকা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লেখেন, ‘আমরা জানি ওই তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছে। আমরা তাকে ‘খতম’ করব না, অন্তত এখনই না। কিন্তু আমাদের ধৈর্য ক্রমশ ফুরিয়ে আসছে।’
তিনি আরও বলেন, এই আক্রমণে ইরানের বহু ক্ষতি হয়েছে। আমেরিকার সাহায্যে ইজরায়েল চাইলেই স্থায়ীভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে ধ্বংস করতে পারে।
ইরানের দাবি, তারা পরমাণু বোমা তৈরি করছে না। মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসি গ্যাবার্ড কংগ্রেসে জানিয়েছেন, ইরান ২০০৩ সালেই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দিয়েছে, এবং তা এখনও পুনরায় চালু হয়নি। তবে ট্রাম্প এই বক্তব্য উড়িয়ে দিয়ে বলেছেন, “আমি জানি না ও কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় ওরা (ইরান) অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছিল।” পাশাপাশি তিনি দাবি করেছেন ইরানের পক্ষ থেকে 'নিঃশর্ত আত্মসমর্পণ'।