শেষ আপডেট: 27th September 2024 07:32
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক দিন ধরে লাগাতার হামলা চালিয়ে ইজরায়েল হিজবুল্লার একাধিক ঘাঁটি ধ্বংস করেছে লেবাননে। একাধিক জায়গায় এয়ারস্ট্রাইক করে তাদের নেতাদের খতম করা হয়েছে, এই দাবিও করেছে। এবার একটি ভিডিও সামনে আনল ইজরায়েল সেনাবাহিনী। সেই ভিডিওতে তাঁরা ব্যাখ্যা দিয়েছে কেন বারবার লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় তাঁরা হামলা চালাচ্ছে।
আইডিএফ-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এয়ারস্ট্রাইক করে লেবাননের সাধারণ মানুষকে মারছে তাঁরা। বেছে বেছে দক্ষিণ লেবাননের অধিকাংশ জায়গায় তাঁরা হামলা চালাচ্ছে। কেন তাঁরা এই হামলা করছে তার ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছে ইজরায়েল বাহিনী। স্পষ্ট বলা হয়েছে, 'হিজবুল্লা চায় না কেউ এই ভিডিও দেখুক!' কী আছে সেই ভিডিওতে?
ইজরায়েলের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দাবি করা হয়েছে, বিগত ২০ বছর ধরে দক্ষিণ লেবাননকে কার্যত নিজেদের লঞ্চ প্যাড বানিয়ে রেখেছে হিজবুল্লা। এখানকার প্রতি ২-৩ বাড়ি অন্তর সব বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা আছে তাদের। এই জায়গা থেকেই হিজবুল্লা প্রতিনিয়ত ইজরায়েলকে আক্রমণ করে এসেছে। এক কথায়, সাধারণ মানুষের বাড়িগুলিকেই নিজেদের অস্ত্র কারখানা বানিয়ে রেখেছে হিজবুল্লা!
হামাস-ইজরায়েল যুদ্ধে হিজবুল্লা গোষ্ঠী হামাসের সমর্থন নিয়েছে। তার পর থেকেই কার্যত আরব দুনিয়ার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই মুহূর্তে ইজরায়েল-হিজবুল্লা 'যুদ্ধ' চলছে। এরই মধ্যে হিজবুল্লাদের নিয়ে এমন একটি ভিডিও সামনে এনে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে আইডিএফ। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রত্যেক ইজরায়েলিদের সুরক্ষায় তাঁরা বারবার হিজবুল্লা ঘাঁটিকে আক্রমণ করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র আরব দুনিয়ার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইজরায়েলকে যুদ্ধবিরতি ঘোষণা করার আবেদন জানিয়েছিল। তাঁদের অনুরোধ ছিল, ২১ দিনের জন্য যাতে শান্ত থাকা যায়। কিন্তু আর্জি মানতে চায়নি ইজরায়েল প্রশাসন। তাঁদের সাফ কথা, কোনওভাবে হিজবুল্লাদের বিরুদ্ধে আক্রমণ তাঁরা থামাবে না। যতদিন না তাদের পুরোপুরি নিকেশ করা হচ্ছে, হামলা চলবে।