শেষ আপডেট: 1st January 2025 13:39
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ৭ অক্টোবর। ইজরায়েলে মিসাইল হামলা করেছিল হামাস। তারপর থেকেই লাগাতার আইডিএফ এবং হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। ইতিমধ্যে হামাসের একাধিক শীর্ষ নেতাকে খতম করার দাবি করেছে আইডিএফ। এবার তাঁরা দাবি করল, ৭ অক্টোবরের হামলার পিছনের মাথাকেই তাঁরা খতম করতে পেরেছে।
ইজরায়েল সেনার তরফে বলা হয়েছে, ড্রোন হামলায় মৃত্যু হয়েছে আব্দ আল হাদি সাবহ নামের হামাসের শীর্ষ নেতার। এই নেতাই ইজরায়েলে হামলার মূলচক্রী। আইডিএফ-এর দাবি, খান ইউনিস এলাকা থেকে তৎপর ছিল এই জঙ্গি। হামাস ইজরায়েল যে হামলা চালিয়েছিল তার নেপথ্যেই ছিল এই সাবহ। বাকি জঙ্গিদের সঙ্গে মিলে সেও সরাসরি হামলা চালিয়েছিল বলেই দাবি করা হয়েছে।
গাজার খান ইউনিসের মানবাধিকার অঞ্চলের আশ্রয় শিবির থেকে জঙ্গি কার্যকলাপ করত সাবহ, এমনটাই দাবি করেছে ইজরায়েল সেনা। কয়েক মাসের মধ্যে হামাসের একাধিক শীর্ষ নেতাকে খতম করেছে আইডিএফ। হামাস প্রধান সিনওয়ার থেকে শুরু করে ইসমাইল হানিয়ে সকলেরই মৃত্যু হয়েছে। এবার ৭ অক্টোবর, যেদিন থেকে ধ্বংসের শুরু, সেই হামলার নেপথ্যে থাকা নেতাকে খতম করেছে তাঁরা।
এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় গাজায় প্রায় ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি। গত ১ বছর ধরে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। হামাস তাঁদের দেশে হামলা করার পর থেকেই চলছে এই সংঘাত। এয়ারস্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক সব হয়েছে। জাতিসংঘের তরফে জানানো হয়েছে, গাজার যা অবস্থা, সামনেই বড় দুর্ভিক্ষ আসতে চলেছে। তীব্র অপুষ্টিরও সম্ভাবনা রয়েছে।