শেষ আপডেট: 31st July 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার রাতে উত্তর ইজরায়েলে গোলান মালভূমি যা হিজবোল্লা 'অধিকৃত', সেখানে রকেট হামলা চালিয়েছিল তারা। তাতে ১২ জন শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার তিনদিন পর ইজরায়েল দাবি করল, রকেট হামলার মূল চক্রী হিজবোল্লা কমান্ডোরকে তারা খতম করেছে। যদিও তাঁদের এই দাবি ঘিরে প্রশ্নও দেখা দিয়েছে।
ইজরায়েল জানিয়েছে, রকেট হামলার পিছনে ছিল হিজবোল্লা কমান্ডোর ফুয়াদ শোকর। লেবাননের রাজধানী বেরুটে মঙ্গলবার সন্ধ্যায় তারা হামলা চালিয়ে তাকে খতম করেছে। এই ঘটনায় আরও তিনজন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে বলে খবর। তবে হিজবোল্লা সংগঠন ফুয়াদ শোকরের মৃত্যুর বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি।
গোটা ঘটনা সম্পর্কে ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রক দাবি করেছে, বেরুটে এয়ারস্ট্রাইক চালিয়ে ওই নেতাকে খতম করা হয়েছে। ফুয়াদই ওই সংগঠনের সবথেকে সিনিয়ার কমান্ডোর ছিল। তারা এও জানিয়েছে, এই হিজবোল্লা নেতার নির্দেশেই মজদাল সামসে রকেট হামলা করা হয়েছিল, যার বলি হয়েছে ১২ জন ইজরায়েলি শিশু। তাঁদের তরফে এও জানানো হয়েছে, ফুয়াদ শোকর হিজবোল্লার অন্যতম প্রধান নেতা হাসান নাসরাল্লার ডানহাত ছিল। বিভিন্ন হামলার পরিকল্পনা এবং পরিচালনা তারা দুজনে মিলেই করত।
কয়েকটি সূত্র থেকে এও দাবি করা হচ্ছে, ইজরায়েল যা বলছে তা সত্যি নয়। ফুয়াদ শোকর বেঁচে গেছে। যদিও সে গুরুতর আহত। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেরুটে হামলার পর স্ট্রেচারে করে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ওই ব্যক্তির সঙ্গে ফুয়াদ শোকরের চেহারার মিল আছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।