শেষ আপডেট: 20th January 2025 08:32
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এর অক্টোবর নাগাদ আচমকাই ইজরায়েলি সীমান্ত পেরিয়ে আকাশ এবং স্থলপথে আক্রমণ চালিয়েছিল হামাস। দীর্ঘ ১৫ মাস পর যুদ্ধবিরতির ঘোষণা হয়। যুদ্ধবিরতিতে সম্মতি দেয় প্যালেস্তাইন ও ইজরায়েল দুই দেশই। যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজা থেকে তিন হস্টেজকে মুক্তি দেওয়া হল, এদিকে প্যালেস্তাইনের ৯০ জন জেলবন্দীকেও মুক্তি দিল ইজরায়েল।
যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মতি জানায় বুধবার। তারপর লেগে যায় অনেকটা সময়। ইজরায়েল হামাসের কাছে মুক্তি দেওয়া হবে এমন হস্টেজদের একটি তালিকা চেয়ে পাঠায়। তিন দিন পর রবিবার শুরু হয় হস্টেজদের মুক্তির প্রক্রিয়া। এদিন এমিলি ডামারি, রোমি গোনেন এবং ডোরন স্টেইনব্রেচার নামের তিনজনকে হামাস মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে সেটি সম্পন্ন হয়েছে।
হস্টেজদের মুক্তি দেওয়ার পরই ইজরায়েলি কারাগার থেকে প্রথম পর্যায়ের ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে অন্যতম হলেন ৬২ বছর বয়সি খালিদা জাররার, যিনি বামপন্থী রাজনৈতিক দলের সদস্য এবং অতীতে গেরিলা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৪২ দিনের জন্য শান্তি বজায় রাখবে দুই দেশ এবং আগামী কয়েক সপ্তাহে আরও ৩৩ জন হস্টেজ ও প্রায় দুই হাজার প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হবে।
এর হাত ধরে টানা ১৫ মাস ধরে চলা গুলিগোলার সমাপ্তির ইঙ্গিত পাচ্ছেন অনেকে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যুদ্ধবিরতিতে দুই দেশ রাজি হলেও প্রাথমিক পর্যায়ে পুরো বিষয়টি কার্যকর করতে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তার অন্যতম কারণ এই বন্দি ও হস্টেজদের মুক্তি। এখন দ্বিতীয় পর্যায়ের আলোচনা কতোটা সফল হয়, সেদিকেই তাকিয়ে সকলে।